একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ১,৩৯০; হাজার ছুঁইছুঁই মৃতের সংখ্যা

১৪ জুলাই অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ কেস ১১,৯৩১ অন্যদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,৯৩১ জন। 

Reported By: সুতপা সেন | Edited By: Priyanka Dutta | Updated By: Jul 14, 2020, 09:13 PM IST
একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ১,৩৯০; হাজার ছুঁইছুঁই মৃতের সংখ্যা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩৯০ জন। এ নিয়ে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২,৮৩৮। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যাও। সরকারি তথ্য অনুযায়ী গত ১ দিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯৮০। 

আরও পড়ুন: করোনা পজেটিভ সাধন পাণ্ডের স্ত্রী, রবিবার মৃত্যু হয়েছে শ্যালকের

১৪ জুলাই অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ কেস ১১,৯৩১ অন্যদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা (৭১৮) সর্বোচ্চ হলেও গত একসপ্তাহে কমেছে সুস্থতার হাত। ৬৩ শতাংশ থেকে কমে মঙ্গলবার রাজ্যে সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের হেল্পলাইনের দৌলতে মর্গে থাকা রোগীও বেঁচে রইলেন টানা ৬ দিন

আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। পরিস্থিতি সামাল দিতে আগেই ৪ জেলার কনটেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও। বলার অপেক্ষা রাখে না, উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি।

.