১৬ মে মাদ্রাসার ফল প্রকাশ

www.wbbme.org wbresult.nic.in  www.exametc.com ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা

Updated By: May 14, 2019, 06:14 PM IST
১৬ মে মাদ্রাসার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদন: আগামী ১৬ মে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯-এর হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১টার সময় প্রকাশিত হবে ফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাই থেকে ফলফাল জানতে পারবেন পরীক্ষার্থীরা। হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা প্রধানরা ঐ বেলা ১২টার থেকে বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। 

আরও পড়ুন: WBCHSE Result 2019: ২৭ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল

জেনে নিন কীভাবে দেখবেন ফলাফল-
www.wbbme.org
wbresult.nic.in 
www.exametc.com -অনলাইনে এই তিনটি ওয়াবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি মোবাইলে পরীক্ষার ফল জানার জন্য WBBME লিখে <space> রোলনম্বর টাইপ করে পাঠিয়ে দিতে হবে 56070 নম্বরে। 

উল্লেখ্য, এই মাসের শেষেই একে একে প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল। 

Tags:
.