হাতির তান্ডবে তছনছ গ্রাম, ভেঙে গুড়িয়ে দিল পরপর দুটি বাড়ি

ফের হাতির হানায় তছনছ মালবাজার মহকুমা। সোমবার গভীর রাতে মহকুমার তিন জায়গায় হাতি তান্ডব চালায়। এদিন দাঁতালের হামলায় ক্ষতিগ্রস্থ হয় মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া গ্রামের দুটি বাড়ি। পরিবারের লোকেরা পালিয়ে বাঁচলেও ঘরে রাখা ধান চাল সবই নষ্ট করেছে হাতি।

Updated By: May 14, 2019, 03:37 PM IST
হাতির তান্ডবে তছনছ গ্রাম, ভেঙে গুড়িয়ে দিল পরপর দুটি বাড়ি

নিজস্ব প্রতিবেদন: ফের হাতির হানায় তছনছ মালবাজার মহকুমা। সোমবার গভীর রাতে মহকুমার তিন জায়গায় হাতি তান্ডব চালায়। এদিন দাঁতালের হামলায় ক্ষতিগ্রস্থ হয় মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া গ্রামের দুটি বাড়ি। পরিবারের লোকেরা পালিয়ে বাঁচলেও ঘরে রাখা ধান চাল সবই নষ্ট করেছে হাতি।

আরও পড়ুন: মোবাইলে প্রমিকার সঙ্গে কথা বলতে বলতে আত্মঘাতী যুবক

আনুমানিক আড়াইটে নাগাদ গরুমারা জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি বেড়িয়ে প্রথমে হামলা চালায় স্থানীয় বাসিন্দা সারিনা বেগমের বাড়িতে। এরপর স্থানীয়দের সহায়তায় ফের জঙ্গলে ফিরে যায় হাতি। এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই বৃদ্ধি পেয়েছে। একেপর এক ঘটনায় তছনছ হয়ে গিয়েছে গ্রাম থেকে চা বাগান।বনদফতরের গাফিলতির অভিযোগ তুলে তাঁদের দাবি বনদফতর কোনও ক্ষতিপূরণ দেয়নি আজপর্যন্ত। 

Tags:
.