দিদির বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু স্কুলছাত্রের
Updated By: Aug 20, 2017, 11:17 AM IST

ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : মনসা পুজো উপলক্ষ্যে দিদির বাড়ি বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না স্কুলছাত্রের। ময়নাগুড়ির জর্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর ১৭-র সমীর রায়। ধুপগুড়ির ঠাকুরপাট এলাকার বাসিন্দা সমীর। জানা গেছে, দিদির বাড়িতে বেড়াতে যায় সমীর। সেখানেই শনিবার দুপুরে সে স্নান করতে নামে স্থানীয় জর্দা নদীতে। এরপর থেকে আর খোঁজ মিলছে না। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। প্রতিবেশীরাও শুরু করেন খোঁজা। খবর যায় পুলিসের কাছেও। পরে স্পিড বোট এনে শুরু হয় খোঁজ। দীর্ঘ সময় পরে উদ্ধার হয় দেহ। এই ঘটনায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- শিক্ষকের বেধড়ক মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে ছাত্র