Mandarmani: ঘূর্ণিঝড় অশনি আসার আগেই মন্দারমণির সমুদ্রে ঘটল বড় দুর্ঘটনা

ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি (Cyclone Asani)। 

Updated By: May 8, 2022, 09:41 PM IST
Mandarmani: ঘূর্ণিঝড় অশনি আসার আগেই মন্দারমণির সমুদ্রে ঘটল বড় দুর্ঘটনা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। তার আগে মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন দুই পর্যটক। আহত আরও দু'জন। 

আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা থেকে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন ওই পর্যটকরা। বিকেলে সমুদ্রে স্নান করতে নামলে বিপত্তি ঘটে।

ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি (Cyclone Asani)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় অশনির তেমন একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সোমবার থেকে কলকাতায় হালকা বৃষ্টি। মঙ্গল থেকে শুক্র শহরে ভারী বৃষ্টির সম্ভবনা। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সোমবার সন্ধের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। একইভাবে দিঘা, মন্দারমনি সমুদ্রতটে যাওয়া নিয়ে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.