নাকা চেকিং-এ হাওড়া থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা, ধৃত ১

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুরে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ট্রেনে করে হাওড়া নামেন ওই ব্যক্তি।

Updated By: Apr 12, 2019, 05:52 PM IST
নাকা চেকিং-এ হাওড়া থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা, ধৃত ১

নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের উদ্ধার ২০ লক্ষ টাকা। শুক্রবার টাকা সহ এক ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানার পুলিস। ধৃতের নাম পুর্ন চন্দ্র চৌধুরি। হাওড়া ব্রিজে নাকা চেকিং চলাকালীন ওই ব্যক্তিকে আটকানো হয়। তল্লাসি করে গাড়ি থেকে উদ্ধার হয় ২০ লক্ষ টাকার সমেত একটি ব্যাগ। ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন: 'যুদ্ধ লাগতে পারে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের মধ্যে!'

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুরে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ট্রেনে করে হাওড়া নামেন ওই ব্যক্তি। হাওড়া থেকে ট্যাক্সিতে কলকাতায় আসছিলেন র্ন চন্দ্র চৌধুরি। ঘটনার তদন্ত শুরু হয়েছে কী কারণে এত টাকা নিয়ে ওই ব্যক্তি এসেছিলেন তা এখনও জানা যায়নি। কোথায় থেকেই বা এই টাকা এল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। খবর দেওয়া হয়েছে আয়কর দপ্তরে। ভোটের মরসুমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে ক্রমাগত নাকা চেকিং চলছে শহরজুড়ে।

উল্লেখ্য এর আগেও একাধিক বেআইনি সম্পত্তি উদ্ধার করেছে পুলিস। 

Tags:
.