২৪ ঘণ্টা ইমপ্যাক্ট : মালদা স্টেশনে অপেক্ষারত রেলযাত্রীদের জন্য ফ্রি শৌচালয় রেলের
ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টার খবরের জের। মালদহ স্টেশনে অপেক্ষারত যাত্রীদের জন্য শৌচালয় ফ্রি করে দিল রেল কর্তৃপক্ষ। স্বাস্থ্য শিবির খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেন চলছে না। সড়ক যোগাযোগ ব্যাহত। টাকা পয়সা শেষ। প্রচণ্ড খারাপ অবস্থায় দিন কাটছে আটকে পড়া রেল যাত্রীদের। সরকার ব্যবস্থা নিক এই দাবিতে গতকাল মালদা স্টেশনে তাঁরা বিক্ষোভ দেখান।
২৪ ঘণ্টায় সম্প্রচারিত হয় যাত্রীদের দুর্দশার খবর। এরপরই রেল কর্তৃপক্ষের টনক নড়ে। স্টেশনে ছুটে যান তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। স্টেশনে আটকে পড়া যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করেন। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালদহ স্টেশনে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়।
আরও পড়ুন, নৌকাই এখন অ্যাম্বুলেন্স, হাসপাতালে সন্তান কোলে জলবন্দি মায়েরা