নিম্নচাপে ইলিশ সুখ

Updated By: Oct 12, 2017, 09:20 PM IST
নিম্নচাপে ইলিশ সুখ

ওয়েব ডেস্ক: ক্যালেন্ডার বলছে, বর্ষা এবছরের মতো শেষ। যদিও নিম্নচাপের ভ্রূকুটিতে মাঝেমধ্যেই জল ঝরাচ্ছে আকাশ। তাতে দুর্ভোগ বাড়ছে বই কমছে না। কিন্তু মাথাভাঙায় এখন ঘোর বর্ষার আমেজ আর সঙ্গে খুশির দিন। শুরু হয়েছে ইলিশের বর্ষা! হঠাত্‍ করেই মানসাইয়ে ঢুকে পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেদের জাল ভরে উঠেছে রুপোলি শস্যে। তা বাজারে পৌছতেই মত্‍স্যপ্রেমীদের পোয়া বারো।

এমনিতে তো সবাই পদ্মার ইলিশ বা নিদেনপক্ষে গঙ্গার ইলিশের কথাই শুনেছে। কিন্তু মানসাই নদীতে ইলিশ? কেউ মনে করতে পারছে না। জেলেরাও যেন হতবাক। ইলিশের পরিমাণ এত বেশি হওয়ায়, তা বিক্রিও হচ্ছে বেশ কম দামে। অক্টোবরের মাঝামাঝি এসেও এভাবে ইলিশ উত্‍সব! মহাখুশি মাথাভাঙার মানুষ।

.