নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কর্মীর মৃত্যুর পর বাসন্তীর লেবুখালি কার্যত পুরুষশূন্য। এলাকায় বিশাল বাহিনী দফায় দফায় টহল দিচ্ছে। গতকাল দুই গোষ্ঠীর মধ্যে বোমা গুলির লড়াই বেধে যায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক  TMC কর্মীর। সেই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর লেবুখালি। গত কয়েকবছর ধরে বারবারই শিরোনামে। রোগটা ধরা পড়েছে  আগেই। কিন্তু রোগনিরাময় হয়নি।  যুব ও মাদার তৃণমূলের সংঘর্ষে আবারও প্রাণ গেল এক TMC কর্মীর। মঙ্গলবার, দুপক্ষের বোমা-গুলির লড়াইয়ে নিহত হন গ্রামেরই মাদার তৃণমূল কর্মী সাইফুদ্দিন সর্দার। তারপর থেকে গোটা গ্রাম কার্যত পুরুষশূন্য। চলছে দফায় দফায় পুলিসি  টহল। সকালে প্রশাসনের শীর্ষ কর্তারা গ্রামে পৌছে পরিস্থিতি খতিয়ে দেখেন।


আরও পড়ুন, টাকা লুঠ করতেই খুন, নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে উদ্ধার হল ব্যবসায়ীর দেহ


আরও পড়ুন, মেটিয়াবুরুজে গুলিকাণ্ডে গ্রেফতারির জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন কৈলাস


সংঘর্ষের চিহ্ন এদিনও ছড়িয়ে ছিটিয়ে গ্রামজুড়ে। বোমা গুলির মাঝে পড়ে গুলি লাগে দুটি গোরুরও। পশু চিকিত্সকরা গোরুদুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কবে থামমে এলাকা দখলের লড়াই, প্রশ্ন নিরীহ গ্রামবাসীদের। থমথমে হয়ে রয়েছে বাসন্তী। দফায় দফায় চলছে পুলিসি টহল।