পূর্ব মেদিনীপুরে তৃণমূলে বড় ফাটল, খেজুরিতে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩০০ নেতা-কর্মী
একদা সিপিএমের শক্ত ঘাঁটি খেজুরিতে এবার আরও শক্তি বাড়াল বিজেপি। প্রায় ৩০০ তৃণমূলকর্মী যোগ দিলেন বিজেপিতে।
নিজস্ব প্রতিবেদন: একদা সিপিএমের শক্ত ঘাঁটি খেজুরিতে এবার আরও শক্তি বাড়াল বিজেপি। প্রায় ৩০০ তৃণমূলকর্মী যোগ দিলেন বিজেপিতে।
খেজুরির পূর্বচড়ার বিজেপি পার্টি অফিসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের দাবি, দলে কোনও গণতন্ত্র নেই। গোষ্ঠীকোন্দল লেগেই আছে। পুরনো নেতাকর্মীদের গুরুত্ব নেই। তার সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে টেকা যাচ্ছে না পুরনো দলে। বিজেপি যোগ দিয়ে রাজ্য ও দেশের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন তাঁরা।
এদিন ১৫ জন সিপিএম কর্মীও বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন জেলার সাংগঠনিক সভাপতি তপন মাইতি।
সন্দেশখালি সংঘর্ষের দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, দাবি মুকুল-কৈলাসের
তিনি বলেন, মানুষ বিজেপিকে চাইছেন। তৃণমূলের অপশাসনে তাঁরা বিরক্ত। তাই বিজেপির হাত ধরছেন। আমরা তাঁদের প্রত্যাশা পূরণ করব।