পেটের দায়ে ভিন রাজ্যে, মহারাষ্ট্রের মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল জলপাইগুড়ির ৪ শ্রমিকের!

 ব্যাংক থেকে নেওয়া মোটা অংকের লোন নিয়ে পরিশোধ করতে না পারায় গনেশ পরিবার ছেড়ে মুম্বই যায় শ্রমিকের কাজ করার জন্য। আর সেখানেই কন্ট্রাকশনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়।

Updated By: Aug 1, 2023, 04:09 PM IST
পেটের দায়ে ভিন রাজ্যে, মহারাষ্ট্রের মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল জলপাইগুড়ির ৪ শ্রমিকের!
নিজস্ব চিত্র

প্রদ্যুৎ দাস: থানের সাহাপুরে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ১৬ জন শ্রমিক। এর মধ্যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মোট ৪ জন শ্রমিক রয়েছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, নিহত শ্রমিকদের মধ্যে ধূপগুড়ির ২ জন। ওদিকে ময়নাগুড়ি ব্লকের  আমগুড়ি, চারেরবাড়ি এলাকারও ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমগুড়ি, চারেরবাড়ি এলাকার সুব্রত সরকার এবং বলরাম সরকার বলে দুজনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাউকিমারির বছর ৩৮-এর গণেশ রায়ের মৃত্যুর খবর পরিবারে আসতেই কান্নার রোল ওঠে পরিবারে। পরিবার সূত্রে খবর, ব্যাংক থেকে নেওয়া মোটা অংকের লোন নিয়ে পরিশোধ করতে না পারায় গনেশ পরিবার ছেড়ে মুম্বই যায় শ্রমিকের কাজ করার জন্য। আর সেখানেই কন্ট্রাকশনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়। ব্রিজের উপর থেকে কেবল ছিঁড়ে পড়ে যায় ক্রেন। ঘটনাস্থলেই প্রাণ হারান ধূপগুড়ির বাসিন্দা গণেশ রায়। এরপরই খবর আসে আরও ২ শ্রমিকের মৃত্যুর।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের থানের সাহাপুরে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে তথা সমরুদ্ধি মহামার্গের নির্মাণ কাজ চলছে। সেখানেই সোমবার গভীর রাতে, রাত ১টা নাগাদ, দুর্ঘটনাটি ঘটে। কর্মরত শ্রমিকদের মাথার উপর ভেঙে পড়ে একটি সুবিশাল গ্যামট্রিক্রেন।  যার তলায় চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ জন শ্রমিক। নাসিক-মুম্বই সংযোগকারী ৭০১ কিলোমিটার দীর্ঘ সমরুদ্ধি মহামার্গ নির্মাণের তৃতীয় পর্যায়ের কাজ চলছে বর্তমানে। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে থানে পুলিস। ঘটনাস্থলে ছুটে আসে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। সাহাপুরের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য তিনিও আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

আরও পড়ুন, Kangchenjunga: সাতসকালেই ঝলমলে চারদিক, নীল আকাশের ওপারে দেখা মিলল 'ঘুমন্ত বুদ্ধ-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.