West Midnapore: মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ৪

এদি পশ্চিম মেদিনীপুরে জনসভা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ঘাটাল পুরসভার ভাইস চেয়ারম্যান।

Updated By: May 18, 2022, 08:04 PM IST
West Midnapore: মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ৪

নিজস্ব প্রতিবেদন: টায়ার ফেটে উল্টে গেল গাড়ি! মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে গুরুতর জখম ঘাটাল পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ৪ জন। দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য় সড়কে। 

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। স্রেফ প্রশাসনিক বৈঠক নয়, এদিন পশ্চিম মেদিনীপুরে জনসভাও করেন তিনি। তৃণমূল নেতা-কর্মীদের নির্দেশ দেন, 'বিজেপি নেতাদের বলুন, আগে একশো দিনে টাকাও দাও, তারপর এলাকায় ঢোকো। প্রতিবাদ করুন। ব্লকে ব্লকে ধর্না দিন'। এরপর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee: জেলা পরিষদে টেন্ডার 'দুর্নীতি', মুখ্যমন্ত্রীর সামনেই তরজা ৩ কর্মাধ্যক্ষের

জানা গিয়েছে, নিজের গাড়িতে চেপে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ঘাটাল পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত দে। সঙ্গে ছিলেন ৪ তৃণমূল কর্মীও। দুপুরে যখন ঘাটালে ফিরছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে। পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ আহত হন সকলেই। আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিস। দু'জনের আঘাত গুরুতর বলে জানা দিয়েছে।

কীভাবে দুর্ঘটনা ঘটল? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দাসপুরের বৈকুণ্ঠপুর এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে আচমকাই টায়ার ফেটে যায় ভাইস চেয়ারম্যানের গাড়ির। প্রায় সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যায়। হাসপাতালে আহতদের দেখতে যান তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি-সহ দলের অন্যন্য় নেতারা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.