Covid মোকাবিলায় সামিল Belur Math, ৬০ শয্যার সেফ হোমের ব্যবস্থা

রয়েছে অক্সিজেনের ব্যবস্থাও

Updated By: May 9, 2021, 08:43 AM IST
Covid মোকাবিলায় সামিল Belur Math, ৬০ শয্যার সেফ হোমের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার সাহায্য়ের হাত বাড়াল বেলুড় মঠ (Belur Math)। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তরে উপসর্গহীন ও মৃদু উপসর্গের কোভিড রোগীদের জন্য ৬০ টি শয্যাবিশিষ্ট সেফ হোম (Safe Home) চালু করল মঠ কর্তৃপক্ষ। রাখা হবে অক্সিজেনের ব্যবস্থাও। শুক্রবার রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) সারদাপীঠের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলুড় মঠের শিল্পমন্দির পলিটেকনিক কলেজ ক্যাম্পাসেই এই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম করা হয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে লকডাউনের পক্ষেই IMA, 'ঘুম থেকে জেগে উঠুন', কেন্দ্রকে তীব্র কটাক্ষ

কলেজের ক্লাসরুম, প্রার্থনা হল, সেমিনার হলে রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হবে। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ বলেন, 'স্বেচ্ছাস্বেবী সংস্থাগুলিকে এগিয়ে আসার জন্য রাজ্য সরকারের অনুরোধ মতো  আমরা এই পদক্ষেপ নিয়েছি। বেলুড়় ও তার আশেপাশের বস্তিগুলোয় কোভিডের দ্বিতীয় ঢেউয়ে অবস্থা খুবই দূর্বিষহ। গোষ্ঠী সংক্রমণ রুখতে এবম যাঁদের আলাদা করে থাকবার ব্যবস্থা নেই তাঁদের জন্য আমরা এই সেফ হোম চালু করছি।' ইতিমধ্যেই বিভিন্ন চিকিৎসক, নার্স ও প্রশিক্ষণপ্রাপ্ত প্যারামেডিকেল স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি

.