West Bengal Loksabha Election 2024: ভোটের দিন এবার 'নিখোঁজ' খোদ বিজেপি নেতা!
লোকসভা নির্বাচন এখন শেষ পর্যায়ে। আজ, শনিবার ষষ্ঠ দফায় ভোট হয়ে গেল তমলুক-সহ রাজ্যের ৮ কেন্দ্রে। তমলুকের মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা। বিজেপি সূত্রে খবর, এই বিধানসভায় দলের আহ্বায়ক গৌতম গুরু। তখনও ভোটগ্রহণ চলছে। গৌতম নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ।
Updated By: May 25, 2024, 08:19 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কোথায় গেলেন? ছেলে নয়, ভোটের দিন এবার 'নিখোঁজ' খোদ বিজেপি নেতাই! ঘটনাস্থল, পূর্ব মেদিনীপুরের তমলুক।
লোকসভা নির্বাচন এখন শেষ পর্যায়ে। আজ, শনিবার ষষ্ঠ দফায় ভোট হয়ে গেল তমলুক-সহ রাজ্যের ৮ কেন্দ্রে। আগামী শনিবার সপ্তম তথা শেষ দফা। সেদিন ভোট হবে কলকাতা-সহ দুই চব্বিশ পরগনায়। ৪ জুন ফল ঘোষণা।
এদিকে তমলুকের মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা। বিজেপি সূত্রে খবর, এই বিধানসভায় দলের আহ্বায়ক গৌতম গুরু। তখনও ভোটগ্রহণ চলছে। গৌতম নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। তাঁর সঙ্গে নাকি যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকেরা। দলের নেতা বাড়িতে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসে পুলিস। তবে এখনও পর্যন্ত ওই নেতার খোঁজ মেলেনি বলে খবর।
তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। ডায়মন্ড হারবারে এক বিজেপি নেতার ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাকে অপহরণের অভিযোগ করেছিলেন শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি ছিল, দলবদলের রাজি না হওয়াতেই ওই বিজেপি নেতার ছেলেকে অপহরণ করা হয়েছে। শেষপর্যন্ত ডায়মন্ড হারবারের বিজেপি নেতার ছেলে খোঁজ মেলে পুরীতে। কীভাবে? পরিবারের লোকেদের দাবি, তাঁদের কাছে একটি ফোন আসে। সেই ফোনেই খবর মেলে কিশোরের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.