Tamluk Accident: শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, জামাইষষ্ঠীতে মৃত্যু দম্পতির
জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি স্বামী ও স্ত্রী। ঘাতক গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস।
কিরণ মান্না: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন দম্পতি। পূর্ব মেদিনীপুরের তমলুকে হলদিয়া-মেছেদা ৪২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী ও স্ত্রী। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘাতক গাড়ি ও চালকের সন্ধান চলছে।
জানা গিয়েছে, মৃতেরা হলেন গজেন মাইতি এবং তাঁর স্ত্রী ঝর্ণা। তমলুক থানার গোবিন্দপুরের সোয়াদিঘি এলাকার বাসিন্দা ওই দম্পতি। এদিন সকালে সাইকেলে চেপে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।
আরও পড়ুন: Canning: দেখতে চিনির মতো! বিয়েবাড়িতে মশা মারার বিষ খেয়ে অসুস্থ ৯
কীভাবে দুর্ঘটনা ঘটল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তমলুক থানারই নেতাজিনগর এলাকায় হলদিয়া-মেছেদা ৪২ নম্বর জাতীয় সড়কে পিছন থেকে ডাম্পার ঝাক্কা মারে সাইকেলে। রাস্তায় ছিটকে পড়েন গজেন ও ধর্ণা। রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তমলুক মহকুমা হাসপাতালে। সেখানে ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: Nadia Woman Death: জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইয়ের জন্য ঘর সাফ করছিলেন, আচমকাই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
এদিকে জামাইষষ্ঠী দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরেও। বাড়িতে তখন আর কেউ ছিল না। মেয়ে-জামাই আসবে বলে ঘর পরিষ্কার করার সময়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রাণ গেল শাশুড়ির।