Burdwan Medical Fire: বর্ধমান মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা
স্বাস্থ দপ্তরের তরফে ফরেন্সিক মেডিসিন সহ একাধিক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করার কথা বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: বর্ধমান মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে আগুন লাগার ঘটনা নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ। রগির আত্মীয়দের অভিযোগ, ঘটনার সময়ে ঘুমিয়ে ছিলেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। হাসপাতাল কর্মীদের গাফিলতি প্রমান হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন হাসপাতালের সুপার।
শনিবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুনে মৃত্যু হয়েছে সন্ধ্যা মণ্ডল নামে এক কোভিড রোগীর। গুরুতর অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। অন্য কোভিড রোগীর আত্মীয়দের দাবি ঘটনার সময় ঘুমিয়েছিলেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা।
ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও নিরাপত্তায় গাফিলতির অভিযোগ অস্বিকার করেছে তারা।
শনিবার ভোরে রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। রাধারাণী ওয়ার্ডকে কোভিড ওয়ার্ড করা হয়েছে। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন কোভিড আক্রান্ত সন্ধ্যা মণ্ডল।
আরও পড়ুন: Burdwan Medical Fire: বর্ধমান মেডিকেল কলেজে ভয়াবহ আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কোভিড রোগীর
আগুন লাগার ঘটনার পরেই হাসপাতালে যায় দমকলের একটি ইঞ্জিন যদিও তাঁর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা।
তদন্ত কমিটির কাছে এখনও কোনও রিপোর্ট এসে পৌছায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট মনে হলেও পরে ওয়ার্ডের ভেতর থেকে দেশলাই এবং মশা তাড়ানোর ধুপ পাওয়া যায়। এরপরেই নিশ্চিত হওয়া যায় যে এর জেরেই আগুন লাগে হাসপাতালে। যদিও আগুন লাগার এই তত্বে শিলমোহর পরবে কিনা তা জানা যাবে ফরেন্সিক রিপোর্ট আসার পরেই।
স্বাস্থ দপ্তরের তরফে ফরেন্সিক মেডিসিন সহ একাধিক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করার কথা বলা হয়েছে।