হাওড়ায় উদ্ধার বিস্ফোরক, কার্তুজসহ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম আবদুল কাদির ও ওয়াজুল হক।

Updated By: Jan 9, 2021, 11:40 AM IST
হাওড়ায় উদ্ধার বিস্ফোরক, কার্তুজসহ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: হাওড়ার গোলাবাড়িতে STF এর অভিযান। প্রচুর পরিমাণে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম আবদুল কাদির ও ওয়াজুল হক।

আরও পড়ুন: আজ কাটোয়ায়, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে একমুঠো ধান সংগ্রহ করবেন Nadda

পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামেন এসটিএ। গোলাবাড়ি থেকে গ্রেফতার করা হয় আব্দুল কাদির এবং গোলাম ই ওয়ারিসকে দু-জনকে। হাওড়া স্টেশনের সামনে থেকেই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। STF সূত্রে খবর, কাদির চন্দননগরের বাসিন্দা এবং ওয়ারিসের বাড়ি জগদ্দলে। অভিযানের পর তাদের জেরা করে ১৫ কেজি বিস্ফোরক, ৪টি ৭এমএম পিস্তল-সহ প্রচুর বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের হদিস পাওয়া গিয়েছে।

তল্লাসিতে  উদ্ধার ১৫ কেজি বিস্ফোরক তৈরির সামগ্রী, একটি সেভেন এমএম পিস্তল, ১০০ রাউন্ড কার্তুজ। ওই অস্ত্রশস্ত্র  কী ভাবে তাদের কাছে এল, এর নেপথ্যে কারা রয়এছে তা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। 

.