আজ কাটোয়ায়, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে একমুঠো ধান সংগ্রহ করবেন Nadda

এ ছাড়াও কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো ধান সংগ্রহ কর্মসূচি, উত্তরপাড়ায় এক গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ, একাধিক মন্দিরে পুজো, বর্ধমান শহরে রোড শো-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। 

Updated By: Jan 9, 2021, 11:03 AM IST
আজ কাটোয়ায়, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে একমুঠো ধান সংগ্রহ করবেন Nadda
সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে ফের রাজ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাডডা। তাঁর সফর ঘিরে নিরাপত্তায় এবার বাড়তি নজর দেওয়া হয়েছে। সূত্রের খবর, নাড্ডাকে স্বাগত জানাতে সফরের জন্য মজুত করা হয়েছে ১৫ হাজার গোলাপ এবং আড়াই টন গাঁদা ফুল। কাটোয়া সংলগ্ন মুস্থুলিতে জনসভায় যোগ দেবেন জেপি নাড্ডা। এ ছাড়াও কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো ধান সংগ্রহ কর্মসূচি, উত্তরপাড়ায় এক গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ, একাধিক মন্দিরে পুজো, বর্ধমান শহরে রোড শো-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। 

আরও পড়ুন: মঞ্চে বসার জন্য হুড়োহুড়ি নেতাদের , জনতার মাঝে এলাকার প্রাক্তন TMC সাংসদ

সফর নিয়ে এবার সতর্ক পুলিস-প্রশাসন। জগদানন্দপুরে রাধাগোবিন্দ মন্দিরের মাঠে অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শনে যান পূর্ব বর্ধমান জেলার পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায়। খতিয়ে দেখেন সভাস্থলের নিরাপত্তাও। ডিসেম্বরের মাঝামাঝিও দু’দিনের রাজ্য সফরে আসেন নাড্ডা। সেইসময়ে ডায়মন্ড হারবারের সভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। চলে বিস্তর চাপানউতোর! রাজনৈতিক বিতর্ক। আইপিএস-দের বদলি পর্যন্ত জল গড়ায়! সংঘাতে জড়ায় কেন্দ্র-রাজ্য। এবার তাই নিরাপত্তার প্রশ্নে থাকছে অতিরিক্ত কড়াকড়ি। 

দিল্লির হাড় কাঁপানো ঠাণ্ডা, বৃষ্টির মধ্যে জারি কৃষক আন্দোলন। প্রায় দেড় মাস ধরে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা। এই আন্দোলনের মাঝেই এবার পশ্চিমবঙ্গের কৃষকদের মন জয় করতে হাজির হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্যের ধানের গোলা বলে পরিচিত সেখানেই কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ।

Tags:
.