ভিডিয়ো: চলন্ত ট্রেন ও প্লাটফর্মের ফাঁকে শরীরের অর্ধেক অংশ, ধাক্কা খেয়েও বরাত জোরে বাঁচল ব্য়ক্তি

চলন্ত ট্রেন থেকে পড়ে ভয়বহ দুর্ঘটনা, রেল পুলিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন ব্যক্তি   

Updated By: Feb 22, 2020, 03:37 PM IST
ভিডিয়ো: চলন্ত ট্রেন ও প্লাটফর্মের ফাঁকে শরীরের অর্ধেক অংশ, ধাক্কা খেয়েও বরাত জোরে বাঁচল ব্য়ক্তি

নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন থেকে পড়ে ট্রেনের ধাক্কায় কার্যত পাল্টি খেতে খেতেই ব্যক্তির দেহের অর্ধেক অংশ ঢুকে গিয়েছিল লাইনে। তখনও ট্রেন রয়েছে স্টেশনে। যদিও শেষ পর্যন্ত রেল পুলিসের তৎপরতায় প্রাণে বাঁচল এক ব্যক্তি। শুক্রবার রাত্রি সাড়ে ৯ টার সময় আসানসোল খড়গপুর প্যাসেঞ্জার মেদিনীপুর স্টেশনে ঢুকেছিল ১ নম্বর প্লাটফর্মে। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় খড়গপুর বারবেটিয়া এলাকার সুজয় ঘোষ নামে এক ব্যক্তি ট্রেনে উঠতে যায়, আর তাতেই বিপত্তি। চলন্ত ট্রেন থেকে  পড়ে যান তিনি। 

আরও পড়ুন: স্কুল থেকে ফেরা হয়নি আর, ৮ দিন পর শ্রীরামপুরে এল ছোট্ট ঋষভের নিথর দেহ

প্লাটফর্মের উপর পড়ে বেশ কয়েকবার ট্রেনে ধাক্কাও খায় সে। রেল লাইনে পড়ে যাওয়ার আগেই ঘটনা চোখে পড়ে স্টেশনে কর্তব্যরত পুলিসের। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ধর্মেন্দ্র যাদব নামে এক রেল পুলিসের কর্মী। ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান স্টেশনে থাকা অন্যান্যরাও। তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে, সেখানেই চিকিৎসাধীন তিনি। হাতে এবং মাথায় চোট পেয়েছেন ব্যক্তি। তবে তিনি সঙ্কটমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য স্টেশনের গোটা ঘটনার ছবি সিসিটিভি ক্যামেরায় উঠে এসেছে। 

.