Minakhan: মামার বাড়ির ছাদে বোমা! মিনাখাঁয় বিস্ফোরণে বালিকার মৃত্যু

 বাড়িতে কেন বোমা মজুত করে রাখা ছিল? খতিয়ে দেখছে পুলিস। মামা-সহ পরিবারের সকলেই পলাতক।

Updated By: Nov 16, 2022, 11:06 PM IST
Minakhan: মামার বাড়ির ছাদে বোমা! মিনাখাঁয় বিস্ফোরণে বালিকার মৃত্যু

বিমল বসু: মামার বাড়ির ছাদে বোমা! বিস্ফোরণে প্রাণ গেল বালিকার। মামা-সহ পরিবারের সকলেই পলাতক। বাড়িতে কেন বোমা মজুত করে রাখা ছিল? খতিয়ে দেখছে পুলিস। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ।

জানা গিয়েছে, মৃতের নাম সুহানা খাতুন। মিনাখাঁর  বকচোরা পঞ্চায়েতের গাইন পাড়ায় মামার বাড়িতে এসেছিল সে। ঘড়িতে তখন পাঁচটা। এদিন বিকেলে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা দেখেন, বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বছর আটেকের ওই বালিকা। হাসপাতালে নিয়ে  গেলে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবে বিস্ফোরণ ঘটল? স্থানীয় বাসিন্দাদের দাবি, সুহানার মামার বাড়ির দোতলার ছাদেই নাকি বোমা মজুত করে রাখা ছিল! বিকেলে যখন মাচা থেকে নারকেল পাড়তে যায় ওই বালিকা, তখনই বোমা মাটিকে পড়ে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ততক্ষণে অবশ্য বাাড়ির মালিক  আবুল হোসেন গাইন ও তার পরিবার পালিয়েছে। 

আরও পড়ুন: Murshidabad Accident: মুর্শিদাবাদে সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু! গ্রেফতার চালক

এর আগে, উত্তর ২৪ পরগনারই কাঁকিনাড়ায় বিস্ফোরণ শিশুমৃত্যু ঘটেছিল। স্থানীয় মানুষের দাবি,  কাঁকিনাড়া স্টেশনের কাছে ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেটের কাছে বোমা মজুত করে রাখা ছিল। পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.