Malbazar: `বাঁদরামি`তে নাজেহাল স্থানীয়রা, আত্মসমর্পণ করতে বাইকে চেপে বিট অফিসে বাদশা
অবশেষে বন্দি হল বাদশা
নিজস্ব প্রতিবেদন: বিগত একমাস ধরে এলাকার ত্রাস হয়ে উঠেছিল সে। তার অত্য়াচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয়রা। অনেকে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। কেউ কেউ প্রাণ হাতে বের হলেও, আক্রান্ত হন। তবে মঙ্গলবার এল খুশির খবর। জলপাইগুড়ির মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের সুলকাপাড়ার বাসিন্দারা জানতে পারেন, বিট অফিসে গিয়ে আত্মসমর্পন করেছে এলাকার ত্রাস বাদশা। খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।
অন্যান্য দিনের মতো মঙ্গলবারও নাগ্রাকাটা ব্লকের সুলকাপাড়ায় তাণ্ডব চালাচ্ছিল বাদশা। ওয়াইদুল সরকার নামে এক ব্যক্তির ঘরের ঢুকে পড়ে সে। নিমেষের মধ্যে হইচই পড়ে যায়। তাকে বাগে আনতে মরিয়া চেষ্টা চলায় সকলে। কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে সকলে রণেভঙ্গ দিলে নিজেই ধরা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাদশা। ওয়াইদুল জানান, তিনি যখন কাজে বের হচ্ছিলেন, ঠিক তখনই তাঁর বাইকের পিছনে এসে বসে পড়ে সে। ভয় ভয়ে বাইক চালিয়ে সোজা সুলকাপাড়ার বিট অফিসে চলে যান ওয়াইদুল সরকার। আগে থেকে জানিয়ে রাখায় বনকর্মীরা বাদশাকে বন্দি করে ফেলেন।
কেবল সুলকাপাড়াই নয়, গত একমাসে ছাড়টন্ডু, খয়েরবাড়ি, ঘাসমারি বস্তি, গোট বস্তি, গ্রাসমোড় চা বাগানেও তাণ্ডব চালিয়েছে বাদশা। শেষমেশ সে নিজেই ধরা দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়। পরে বাদশাকে সেবকে ছেড়ে আসেন বনকর্মীরা। তবে গল্প এখানেই শেষ নয়। জানেন এই বাদশা কে? বাদশা কোনও মনুষ্য নয়, সে আসলে একটা বাঁদর। এলাকার অনেকেই তাকে বাদশা বলে ডাকতেন।
আরও পড়ুন: Asansol: 'মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলে'! পুরভোটের আগে দলবদল ৩ বারের বাম কাউন্সিলরের