close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

চুঁচুড়ায় ঠাকুমাকে খুন করে ফেসবুক লাইভ নাতির, ঘরের তালা ভেঙে অভিযুক্তকে উদ্ধার দমকলের

 রবিবার সন্ধ্যায় চুঁচুড়ার কেওটা পিরতলা এলাকায়  নিজের ঠাকুমাকে কুপিয়ে খুন করে  ইন্দ্রনীল রায়। তদন্তে নেমে পুলিস জানতে পারে,   ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

Updated: Jun 11, 2019, 03:52 PM IST
চুঁচুড়ায় ঠাকুমাকে খুন করে ফেসবুক লাইভ নাতির, ঘরের তালা ভেঙে অভিযুক্তকে উদ্ধার দমকলের

নিজস্ব প্রতিবেদন:  দমকলের চেষ্টা সফল। উদ্ধার হল চুঁচুড়ায় ঠাকুমা খুনে অভিযুক্ত যুবক ইন্দ্রনীল রায়। ঘরের তালা ভেঙে তাকে নিজেদের হেফাজতে নেয় দমকল। পুরে পুলিস তাকে নিয়ে যায়।

 

 রবিবার সন্ধ্যায় চুঁচুড়ার কেওটা পিরতলা এলাকায়  নিজের ঠাকুমাকে কুপিয়ে খুন করে  ইন্দ্রনীল রায়। তদন্তে নেমে পুলিস জানতে পারে,   ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সোমবার সকালে তার বাবা-মায়ের চিত্‍কারে সকলের ঘুম ভাঙে। ঘরের ভিতরে নিজের বাবা ও মাকে বেধড়ক মারধর করছিল সে। প্রতিবেশীরাই থানায় খবর দেন।  ঘটনাস্থলে যায় পুলিস।

 

বনধে উত্তপ্ত বসিরহাট, বাসন্তী হাইওয়ে অবরোধ বিক্ষুব্ধ বিজেপি সমর্থকদের

ময়না তদন্তের জন্য  পুলিস  মৃতদেহ উদ্ধার করতে পারলেও, বন্ধ ঘরের ভিতর থেকে অভিযুক্ত ইন্দ্রনীলকে গ্রেফতার করতে পারা যায়নি।  হাতে ধারাল অস্ত্র থাকায় প্রতিবেশীরাও বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছিলেন না। ফেসবুক লাইভে ধরা পড়েছে বছর ছাব্বিশের যুবকের  কাণ্ডকারখানা।

তবে কেন সে এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয় পুলিসের কাছেও। পাড়া প্রতিবেশীরাও এই ব্যাপারে কিছু বলতে পারছেন না।