WB Panchayat Election 2023: কবিতায় প্রতিবাদ, পথ আটকে কবিকে বেধড়ক মার; অভিযুক্ত তৃণমূল

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলেন নদিয়ার শান্তিপুরের কবি কল্লোল সরকার। সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে তাঁকে পড়তে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

Updated By: Jul 28, 2023, 11:00 AM IST
WB Panchayat Election 2023: কবিতায় প্রতিবাদ, পথ আটকে কবিকে বেধড়ক মার; অভিযুক্ত তৃণমূল
নিজস্ব চিত্র

বিশ্বজিৎ মিত্র: কবিতার ভাষায় প্রতিবাদ। কবিতায় শাসকের বিরুদ্ধে প্রশ্ন। আর তাতেই পথ আটকে কবিকে বেধড়ক মারধোর। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলেন নদিয়ার শান্তিপুরের কবি কল্লোল সরকার। সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে তাঁকে পড়তে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Bengal Weather Today: রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা ৩৪ বছরের কল্লোল সরকার। ২০১২ সাল থেকে তিনি সাহিত্যচর্চা ও লেখালেখি শুরু করেন। একাধিক সাহিত্য পত্রিকার সম্পাদনা ও নিজের লেখা কবিতার বইও রয়েছে তাঁর। গত ২৫ জুন নিজের লেখা কবিতা 'বিদ্রোহ' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরেই শাসক দল তৃণমূলের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি।

এই ধরনের কবিতা কেন লেখা হয়েছে, কেনই বা সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে, ইত্যাদি একাধিক প্রশ্ন তুলে গত ২৫ জুলাই বিকেলে বাড়ি ফেরার পথে শান্তিপুরের গলায় দড়ি বটতলা এলাকায় কবির পথ আটকে তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন: Hooghly: দোকানে নাবালিকার শ্লীলতাহানি! হাতেনাতে পাকড়াও বৃদ্ধ...

তাঁর শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। ওইদিনই তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস।

শুধুমাত্র কবিতা লেখার কারণেই কবির ওপর এই আক্রমণের ঘটনায় নিন্দায় সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিষয়টি নিয়ে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সোমনাথ কর বলেন, ‘তৃণমূল বাহিনীর আক্রমণের হাত থেকে কবি, সাহিত্যিক, শিল্পীরা কেউই বাদ যাচ্ছেন না। ঘটনার তীব্র নিন্দা জানাই’।

শান্তিপুরের বিধায়ক তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস কখনওই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। বিষয়টি সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখছি’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.