Ragging: ফের র‌্যাগিং? ভিনরাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে মৃত্যু মেদিনীপুরের পড়ুয়ার...

ন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন সৌরদীপ চৌধুরী। ১৭ জুলাই ছেলেকে কলেজের হস্টেলে রেখে আসেন বাবা-মা।

Updated By: Aug 17, 2023, 11:19 PM IST
Ragging: ফের র‌্যাগিং? ভিনরাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে মৃত্যু মেদিনীপুরের পড়ুয়ার...

মনোজ মণ্ডল ও মৌমিতা চক্রবর্তী: যাদবপুরকাণ্ডে তোলপাড় চলছে এখনও। ফের র‌্যাগিং? ভিনরাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে এবার মৃত্যু হল পড়ুয়ার। বিচারের আশায় পরিবারের লোকেরা।

আরও পড়ুন: JU Student Death: 'যাদবপুর বিশ্ববিদ্যালয় রাষ্ট্র-বিরোধিতার আতুঁড়ঘর', বিস্ফোরক শুভেন্দু

জানা গিয়েছে, মৃতের নাম  সৌরদীপ চৌধুরী। বাড়ি, মেদিনীপুরে। এবছরই মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এক মাস আগে অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তিনি। ১৭ জুলাই ছেলেকে কলেজের হস্টেলে রেখে আসেন সৌরদীপের বাবা-মা।

তারপর? পরিবারে লোকেদের দাবি, হঠাৎ হস্টেল থেকে ফোন আসে। জানানো হয়, হস্টেলে ১১ তলা থেকে পড়ে গিয়েছে সৌরদীপ। এরপর বিজয়ওয়াড়ায় দিয়ে ছেলের মৃত্যুসংবাদ পান তাঁরা। কীভাবে মৃত্যু? বারবার জানতে চাওয়া ইঞ্জিনিয়ারিং কলেজে তরফে সদুত্তর মেলেনি! মানসিক নির্যাতন ও র‌্যাগিংয়ের অভিযোগ করেছেন মৃতের বাড়ির লোকেরা। শুধু তাই নয়, শেষে মেসেজে নাকি লিখেছিলেন, 'টাটা'! তদন্তে নেমেছে পুলিস।

এদিকে স্বপ্নদীপের মৃত্যুর পর এবার কড়াকড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে ক্য়াম্পাসে প্রবেশে ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। বাড়ছে সিসিটিভি-র নজরদারিও।

আরও পড়ুন: Jalpaiguri: দলের বহিষ্কৃত নেতাকে রাস্তায় ফেলে লাথি বিজেপি জেলা সভাপতির! ভাইরাল ভিডিয়ো

এদি ABVP ধরনা মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী এবং সমস্ত রকম অন্যায়ের আতুড়ঘরে পরিণত করেছেন বাম ও অতিবাম, যাঁদের ছাত্র হওয়ার বয়স নেই,তাঁরা। মুক্ত চিন্তা, মুক্ত মন, এটা আমরা মনে করি একটা মানসিক বিকার'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.