Abhishek Banerjee: 'আমরা মাথা নিচু করব না, আগামিদিনে বিজেপিকে উৎখাতের শপথ নিন'

হুগলিতে 'তৃণমূলের নবজোয়ার'। আরামবাগের জনসভায় ফের মোদীকে নিশানা করলেন অভিষেক।

Updated By: Jun 7, 2023, 07:02 PM IST
Abhishek Banerjee: 'আমরা মাথা নিচু করব না, আগামিদিনে বিজেপিকে উৎখাতের শপথ নিন'

প্রবীর চক্রবর্তী: 'ইডি-সিবিআই লাগিয়েও তৃণমূলকে দমাতে পারেনি, নবজোয়ার আটকাতে চেষ্টা করেছিল, পারেনি'। হুগলিতে নবজোয়ার কর্মসূচি থেকে এবার 'বিজেপিকে উৎখাতের শপথ' নেওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী  শপথ নিয়েছেন মাথা নিচু করানোর। আমরা মাথা নিচু করব না, দেখা যাক কে জেতে'। 

আর বেশিদিন নেই।  ২৫ এপ্রিল কোচবিহার থেকে 'তৃণমূলে নবজোয়ার' কর্মস শুরু করেছিলেন অভিষেক। আগামী ১৬ জুন এই কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। শুধু তাই নয়, কাকদ্বীপে অভিষেকের নবজোয়ারে ফের যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

নবজোয়ার কর্মসূচিতে অভিষেক এখন হুগলি। এদিন আরামবাগে এক জনসভায় তিনি বলেন, 'বিজেপি ক্ষমতায় থাকলেন, আপনি আপনার অধিকার পাবেন না। তৃণমূল জিতলেই আপনি আপনার অধিকার পাবেন। আগামিদিনে বিজেপিকে উৎখাতের শপথ নিন। সরকারের উন্নয়নে কাজে যাতে কোনও বাধা না আসে,  তা নিশ্চিত করতে বিজেপিকে উৎখাত করুন'।

আরও পড়ুন: Municipal Recruitment Scam | Ayan Sil: সরকারি অফিসের পাশাপাশি তল্লাশি অয়নের অফিসে, জেরা মা-স্ত্রীকেও

বালেশ্বর দুর্ঘটনা নিয়ে ফের মোদীকে নিশানা করেন অভিষেক। বলেন, 'এই যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ৩০০ জন মারা গিয়েছে, তার দায়িত্ব কার?প্রধানমন্ত্রী কবচের কথা বলেছিল, রেল দুর্ঘটনা হবে না, করচ পরিয়ে দিয়েছি। এরা কবচ দিয়েছে, যাঁরা সবথেকে বেশি দুর্নীতিগ্রস্থ, তাঁদেরকে। যাঁদের টিভির পর্দায় হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদেরকে কবচ দিয়েছে। কুস্তিগীরা যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে, সেই সাংসদকে কবচ দিয়েছে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.