লোকসভার পুনরাবৃত্তি রুখতে নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে Abhishek

 গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটাও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। 

Updated By: Jan 1, 2021, 04:05 PM IST
লোকসভার পুনরাবৃত্তি রুখতে নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে Abhishek

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আপাতত গঙ্গারামপুরে একটি জনসভা করার কথা তাঁর। এর পাশাপাশি কর্মিসভাও করবেন। 

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে সভা-সমাবেশ শুরু হয়ে গিয়েছে। ভোটের প্রচার না হলেও রাজনৈতিক কর্মকাণ্ডের অভিমুখ ভোটই। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee)। ৭ জানুয়ারি গঙ্গারামপুরে একটি জনসভা করবেন তিনি। এর পাশাপাশি উত্তরপ্রদেশের সব জেলার নেতৃত্বকে নিয়ে তাঁর কর্মিসভা করার কথা। লোকসভার পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গে দাপট বেড়েছে বিজেপির। বিধানসভা ভোটে জমি পুনরুদ্ধারই চ্যালেঞ্জ তৃণমূলের। বছরের শুরুতেই সেই চেষ্টায় নেমে পড়ছেন ডায়মন্ড হারবারের সাংসদ।                   

ঘটনা হল,উত্তরবঙ্গ এখন কার্যত বিজেপির (BJP) গড়। গত লোকসভা ভোটে একটাও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টিই বিজেপির দখলে। সে নিয়ে ডিসেম্বরে জলপাইগুড়ির জনসভায় আক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বলেছিলেন, 'কী অপরাধ করেছি! লোকসভায় একটিও সিট পেলাম না।' বিধানসভা ভোটে ৫৪টি আসন রয়েছে উত্তরবঙ্গে। লোকসভা ভোটের পর অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে অন্তত ৪০টি আসন জেতার লক্ষ্য বেঁধেছে বিজেপি। সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবিরের নেতৃত্ব। ফলে উত্তরবঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই শিবিরের কাছেই। 

আরও পড়ুন- সোমেন মিত্রের বাড়িতে Suvendu, রাজনৈতিকমহলে জল্পনা তুঙ্গে

.