'কী অপরাধ করেছিলাম!', জলপাইগুড়ির সভায় আক্ষেপ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে।

Updated By: Dec 15, 2020, 06:06 PM IST
'কী অপরাধ করেছিলাম!', জলপাইগুড়ির সভায় আক্ষেপ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

নিজস্ব প্রতিবেদন: 'চাকরির প্রতিশ্রুতি কী! প্রতিশ্রুতি শব্দটাই ভাঁওতাবাজি। BJP-র প্রতিশ্রুতি মানেই প্রতারণা। এখন আবার চাকরি প্রতিশ্রুতি দিচ্ছে।'  জলপাইগুড়ির (Jalpaiguri) জনসভা থেকে 'চাকরির প্রতিশ্রুতি কার্ড' ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কটাক্ষ, 'দাঙ্গা, কুৎসার নতুন ধর্ম তৈরি করেছে। বিজেপির (BJP) নেতারা চম্বলের বড় বড় ডাকাত। বিজেপির (BJP) থেকে বড় চোর আর নেই।' সেইসঙ্গে কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আক্ষেপ, 'কী অপরাধ করেছি! লোকসভায় একটিও সিট পেলাম না।' 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কোচবিহারে আসার ঠিক আগে উদয়ন গুহ-র ফেসবুক পোস্ট ঘিরে বিভ্রান্তি

উল্লেখ্য, লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল (TMC)। একটি আসনেও জিততে পারেনি রাজ্যের শাসকদল। সবকটি আসনই তাদের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। বিধানসভা ভোটে (Assembly Election) কী হবে? তিনদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার জলপাইগুড়িতে (Jalpaiguri) প্রথম জনসভা ছিল তাঁর। সেই জনসভার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা কাজ করেছি। এ চোর, সে চোর করিনি। জলপাইগুড়িতে প্রচুর কাজ হয়েছে। ৯৫ শতাংশ সরকারি পরিষেবা চালু হয়েছে।  উত্তরকন্যা, স্টেট গেস্ট হাউস করেছি। জলপাইগুড়িতে বেঙ্গল সাফারিও চালু হবে। মেডিক্যাল কলেজে কাজও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কোচবিহারে মেখলিগঞ্জ-হলদিবাড়ি সেতুর কাছ শেষ।  কোচবিহারে ভাইয়াও সেতু তৈরি হচ্ছে।'

আরও পড়ুন: 'JMB জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে TMC', ফের বিতর্কিত মন্তব্য দিলীপের(Dilip Ghosh)

স্রেফ উন্নয়নের খতিয়ান তুলে ধরাই নয়, এদিন বিজেপিকেও (BJP) একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, 'লোকসভা ভোটে জিতলে সাতটি চা বাগান খুলে দেব বসেছিল। খুলেছে? ১৫ লক্ষ টাকা কতজন পেয়েছে?  যতবার ভোট আসে, ততবারই গোর্খাল্যান্ডের (Gorkhaland) প্রতিশ্রুতি দেয়। ক'টা গোর্খাল্যান্ড দেবে! পাহাড়ের মানুষ বিজেপিকে বুঝতে পেরেছেন। তাঁদের ধন্যবাদ।' এদিন নাম না করে মিম-কে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকর্মীদের প্রতি তাঁর বার্তা,  'এ রাজ্য থেকে বিজেপি-কে উৎখাত করাই লক্ষ্য। পুরনো-নতুন সকলে মিলে কাজ করুন।'

.