Abhishek Bandyopadhyay | Birbhum: শেষ মুহূর্তে ফের কোর কমিটির বৈঠক, একগুচ্ছ নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তিন দিনের সফর শেষে আজই বোলপুর থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শেষ মুহূর্তে যাবার আগেও বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
![Abhishek Bandyopadhyay | Birbhum: শেষ মুহূর্তে ফের কোর কমিটির বৈঠক, একগুচ্ছ নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Abhishek Bandyopadhyay | Birbhum: শেষ মুহূর্তে ফের কোর কমিটির বৈঠক, একগুচ্ছ নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/12/420377-bhishek.png)
প্রসেনজিৎ মালাকার: বীরভূম থেকে শেষ মুহূর্তে যাবার আগেও কোর কমিটির সঙ্গে বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতৃত্বকে দিলেন নির্দেশ। বললেন পঞ্চায়েতে জয়লাভ করতেই হবে।
তিন দিনের সফর শেষে আজই বোলপুর থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শেষ মুহূর্তে যাবার আগেও বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির সকল মেম্বার। পাশাপাশি ব্লক সভাপতিরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর এদিন বৈঠকে বীরভূম জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলা মিত্রকে করা সতর্কবার্তা দেবার নির্দেশ দিয়েছেন কোর কমিটিকে।
আরও পড়ুন: Cyclone Mocha: অতি শক্তিশালী হচ্ছে মোকা! কলকাতা সহ কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূবার্ভাস?
পাশাপাশি এই দিন বৈঠক থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে আরও কর্মসূচি বৃদ্ধি করা, সংগঠনকে শক্ত করা এবং সমস্ত পঞ্চায়েতে জয়লাভ করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Kanyashree: কন্যাশ্রী প্রকল্পের টাকা মাছ বিক্রেতার অ্যাকাউন্টে! পুলিসের দ্বারস্থ ছাত্রী....
উল্লেখ্য সম্প্রতি কয়েকদিন ধরেই নানুর এলাকায় একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে এসেছে। আর তার কারণেই ওই এলাকার তৃণমূল নেতা বা জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ কেরিম খানকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।