করোনা আবহেই বিপত্তি, বাঁকুড়ায় প্রসাদ খাওয়ার পর ডাইরিয়ায় আক্রান্ত প্রায় ২০০

এলাকার অনেকে সেই প্রসাদ গ্রহণ করেন। শুক্রবার দুপুর থেকে উপসর্গ দেখা দিতে শুরু করে। 

Updated By: May 16, 2020, 05:35 PM IST
করোনা আবহেই বিপত্তি, বাঁকুড়ায় প্রসাদ খাওয়ার পর ডাইরিয়ায় আক্রান্ত প্রায় ২০০

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের মধ্যে বাঁকুড়া শহরে ডায়ারিয়ায় আক্রান্ত প্রায় ২০০ গ্রামবাসী। জানা গিয়েছে আক্রান্তদের সকলেই মনোহরতলা এলাকার বাসিন্দা। বৈশাখ সংক্রান্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় একটি মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয়। এলাকার অনেকে সেই প্রসাদ গ্রহণ করেন। শুক্রবার দুপুর থেকে উপসর্গ দেখা দিতে শুরু করে। 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

জ্বর, পেটব্যথা, সঙ্গে বমি। একে একে অসুস্থ হতে থাকেন স্থানীয়রা। শনিবার সকালে বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি বিশেয় টিম ঘটনাস্থলে যায়। স্থানীয় কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে চিকিত্‍সা শুরু হয় আক্রান্তদের।  জেলা স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রসাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। 

.