Singur Local: একদিনেই ফুঁস! দিব্য়ি চলল ট্রেন, বেপাত্তা আন্দোলন লোকালের বিক্ষোভকারীরা
Singur Agitation: বিক্ষোভকারীদের মোকাবিলায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। আরপিএফ, জিআরপি ছিল রাজ্য পুলিসও। কিন্তু বিক্ষোভকারীদের দেখা নেই। সিঙ্গুরের যাত্রী যারা সকালের ট্রেনে যাত্রা করেন তারা চাইছেন সিঙ্গুর থেকেই ট্রেন ছাড়ুক।
বিধান সরকার: সিঙ্গুর আন্দোলন লোকালকে সিঙ্গুর থেকেই চালাতে হবে তারকেশ্বর বা হরিপাল পর্যন্ত সম্প্রসারন করা যাবে না এই দাবিতে গতকাল তুলকালাম। সিঙ্গুরে ওই ট্রেন আটকে দেওয়া হয়। মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুরের রেল আটকে যাত্রীরা বিক্ষোভ করে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি হাওড়া ফিরে যায়।
রেলের পক্ষ থেকে জানানো হয় নতুন বছরে নতুন সময় সূচি মেনেই চলবে ট্রেন। কিন্তু আজ সেই বিক্ষোভের চিত্র গেল একেবারেই বদলে। বৃহস্পতিবার ৩৭৩৫৩ আপ তারকেশ্বর লোকাল ৫.১৭-তে হাওড়া ছেড়ে সিঙ্গুর ঢোকার কথা ছিল ৬.৩৩ মিনিটে। আজ কিছুটা দেরিতে সিঙ্গুরে ঢোকে ৭.১২ মিনিটে। তারপর তারকেশ্বরের উদ্যেশ্যে রওনা দেয়। সিঙ্গুর আন্দোলন লোকাল সিঙ্গুর থেকেই ছাড়তে হবে এই দাবিতে আন্দোলনকারীদের আজ আর দেখা মেলেনি সিঙ্গুর স্টেশন চত্বরে।
বিক্ষোভকারীদের মোকাবিলায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। আরপিএফ, জিআরপি ছিল রাজ্য পুলিসও। কিন্তু বিক্ষোভকারীদের দেখা নেই। সিঙ্গুরের যাত্রী যারা সকালের ট্রেনে যাত্রা করেন তারা চাইছেন সিঙ্গুর থেকেই ট্রেন ছাড়ুক। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকে। ঢোকা মাত্রই ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন মন্ত্রী-সহ বাকিরা। চলছে বিক্ষোভ কর্মসূচী। ঘটনাস্থলে রেলপুলিস ও হুগলি জেলা গ্ৰামীন পুলিস।
আরও পড়ুন:Arun Roy Demise: বছরশুরুতেই শোকের ছায়া! মারণরোগের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত জনপ্রিয় পরিচালক...
মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'সিঙ্গুর আন্দোলন লোকালকে তোলা যাবে না। সিঙ্গুরের মানুষের আবেগকে কখনই আঘাত করা যাবে না। রেল কর্তৃপক্ষ গত পরশু নোটিফিকেশন জারি করে, এই ট্রেনটিকে তুলে দিচ্ছে। সেইজন্যই আমরা প্রতিবাদ আন্দোলন করছি। এবং আমাদের দাবি এই ট্রেন যেমন ছিল, সেইরকমই বহাল রাখতে হবে। যতক্ষণ না রেল এই সিদ্ধান্তকে বাতিল করছে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।'
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে সিঙ্গুর লোকাল চালু করেছিলেন। সিঙ্গুরে জমি আন্দোলনের সময় লড়াই করা কৃষকদের সম্মান জানিয়ে লোকাল ট্রেনের নাম দেওয়া হয়েছিল ‘আন্দোলন লোকাল’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)