রোগী মৃত্যুর জেরে উত্তপ্ত ক্যানিং মহকুমা হাসপাতাল
রোগী মৃত্যুর জেরে উত্তপ্ত ক্যানিং মহকুমা হাসপাতাল। সন্তানের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় মায়ের। পরিবারের দাবি গতকাল সন্তান প্রসব করেন দীপালি মণ্ডল। তারপর সুস্থই ছিলেন তিনি। কিন্তু পরিচর্যার অভাবে দুপুরের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মহিলার। অভিযোগ, নার্স বা ডাক্তারের সাহায্য চেয়েও তাদের দেখা মেলেনি। সঙ্কটজনক অবস্থায় মহিলাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় দীপালি মণ্ডলের। এরপরেই মৃতের পরিবার চড়াও হয় হাসপাতালে।
![রোগী মৃত্যুর জেরে উত্তপ্ত ক্যানিং মহকুমা হাসপাতাল রোগী মৃত্যুর জেরে উত্তপ্ত ক্যানিং মহকুমা হাসপাতাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/18/87960-patient-18-6-17.jpg)
ওয়েব ডেস্ক: রোগী মৃত্যুর জেরে উত্তপ্ত ক্যানিং মহকুমা হাসপাতাল। সন্তানের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় মায়ের। পরিবারের দাবি গতকাল সন্তান প্রসব করেন দীপালি মণ্ডল। তারপর সুস্থই ছিলেন তিনি। কিন্তু পরিচর্যার অভাবে দুপুরের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মহিলার। অভিযোগ, নার্স বা ডাক্তারের সাহায্য চেয়েও তাদের দেখা মেলেনি। সঙ্কটজনক অবস্থায় মহিলাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় দীপালি মণ্ডলের। এরপরেই মৃতের পরিবার চড়াও হয় হাসপাতালে।