গোয়ালঘরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক ও তাঁর নাবালক বন্ধু

ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দানের 8 নং পাগলাডাঙ্গা রোডে। অভিযোগের তীর নাবালিকার প্রেমিক ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। 

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 29, 2020, 10:39 PM IST
গোয়ালঘরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক ও তাঁর নাবালক বন্ধু
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: করোনার ত্রাসে থরহরিকম্প গোটা বিশ্ব, তবু কমছে না অপরাধ। এতকিছুর মাঝেও শহরে ফের গণধর্ষণের শিকার নাবালিকা। ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দানের 8 নং পাগলাডাঙ্গা রোডে। অভিযোগের তীর নাবালিকার প্রেমিক ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। 

আরও পড়ুন: ময়নাতদন্তের রিপোর্টেও স্পষ্ট নয় যাদবপুরের কিশোরীর মৃত্যুর কারণ, ধোঁয়াশায় পুলিস

পুলিস সূত্রে খবর, দ্বিতীয় অভিযুক্ত নিজেও নাবালক। জানা গিয়েছে, শনিবার রাতে সুরজিৎ নামে নাবালিকার প্রেমিক এবং তাঁর বন্ধু আসে এলাকায়। অভিযোগ, এরপরই গোয়ালঘরে নিয়ে গিয়ে কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালায় ওই দুই অভিযুক্ত। পরেরদিন অর্থাৎ রবিবার এই ঘটনার কথা নিজের মা-কে জানায় নাবালিকা। তাঁর মুখে সমস্ত ঘটনা শোনার পরই দুই অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। 

আরও পড়ুন: পড়াতে এসে ছাত্রের সঙ্গে যৌনকর্ম! মোবাইল অন রেখে ভিডিয়ো করে ধরিয়ে দিল নাবালক

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নাবালিকার প্রেমিককে। আটক করা হয়েছে দ্বিতীয়জনকেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নাবালিকা এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদেরও বয়ান রেকর্ড করছে পুলিস।

.