করোনা আবহেই ভাঙড়ে তৃণমূলের সভা, চলল উদ্দাম চটুল নাচ

নিজস্ব প্রতিবেদন : ফের তৃণমূলের সভায় চটুল নাচ। ঘটনাস্থল আবারও ভাঙড়। উল্লেখ্য, বছর কয়েক আগে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন ভাঙড়ে তৃণমূলের সভামঞ্চে চটুল নাচ পরিবেশিত হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল শনিবার। 

শনিবার ভাঙড়ের শোনপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের ডাকে কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল। সেই সভায় ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেন উপস্থিত ছিলেন। সভায় যোগ দিতে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীও। আর সেই সভাস্থলেই চলল চটুল নাচ। 

ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচে মাতেন তৃণমূল কর্মীরা। করোনা আবহে যখন শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে, তখন সেই সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে সভা করছে তৃণমূল। তার উপর আবার সেই সভায় উদ্দাম নাচ তৃণমূল কর্মীদের। সবমিলিয়ে উস্কে উঠেছে বিতর্ক।

আরও পড়ুন, করোনায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা

English Title: 
Alleged vulgar dance in TMC meeting
News Source: 
Home Title: 

করোনা আবহেই ভাঙড়ে তৃণমূলের সভা, চলল উদ্দাম চটুল নাচ

করোনা আবহেই ভাঙড়ে তৃণমূলের সভা, চলল উদ্দাম চটুল নাচ
Caption: 
নিজস্ব চিত্র
Yes
Is Blog?: 
No
Section: