দুষ্কৃতীকে গাছে বেঁধে বেধড়ক মার, জ্বালিয়ে দেওয়া হল বাইক

মঙ্গলবার সকালে ফের মোটর বাইকে করে এলাকা শাসন করতে আসে। বাপ্পার তাণ্ডবে রাস্তা থেকে পুকুরে পড়ে যান কয়েকজন। 

Updated By: Jan 16, 2018, 04:05 PM IST
দুষ্কৃতীকে গাছে বেঁধে বেধড়ক মার, জ্বালিয়ে দেওয়া হল বাইক

নিজস্ব প্রতিবেদন:  দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। দাগী অভিযুক্তকে পাকড়াও করে তুলে দিলেন পুলিসের হাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের সামালির ঘটনা। এতদিন বাপ্পার ভয়ে তটস্থ থাকত গ্রামবাসীরা। সোমবার সন্ধেতেও গ্রামে বোমাবাজি করে বাপ্পা মোল্লা ও তার দলবল।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন

মঙ্গলবার সকালে ফের মোটর বাইকে করে এলাকা শাসন করতে আসে। বাপ্পার তাণ্ডবে রাস্তা থেকে পুকুরে পড়ে যান কয়েকজন। এরপর রুখে দাঁড়ায় গ্রামবাসীরা। গ্রামবাসীর বাপ্পার বাইক আটকালে  বাপ্পা টাল সামলাতে না পেরে জলে পড়ে যায়। তাকে গাছে বেঁধে রাখেন গ্রামবাসীরা। এরপর চলতে থাকে বেধড়ক মার।

আরও পড়ুন: উত্তুরে হাওয়ার পথ পরিষ্কার, আজ থেকে আরও নিম্নমুখী পারদ

বাপ্পার বাইক থেকে উদ্ধার হয়ে বেশ কিছু বোমা। আর অত্যাচারের ‘প্রতীক’,  বাপ্পার বাইকটি জ্বালিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী। পুলিসের হাতে তুলে দেওয়া হয় বাপ্পাকে।

.