'যে পাড়া থেকে ভোট কম, সেখানে সব কাজ বন্ধ', নিদান অনুব্রতর

"দেখি বিজেপি কাজ করে দেয় কিনা। উন্নয়ন করে দেয় কিনা। দিল্লি থেকে কাজ করে দেয় কিনা!" 

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 15, 2020, 04:25 PM IST
'যে পাড়া থেকে ভোট কম, সেখানে সব কাজ বন্ধ', নিদান অনুব্রতর
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : ফের 'স্বমহিমায়' অনুব্রত মণ্ডল। সরকারি কাজ কোথায় হবে, না হবে, তাই নিয়ে এবার প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। "যে পাড়া থেকে ভোট কম, সেখানে সব কাজ বন্ধ!" এমনই নির্দেশ দিয়েছেন 'কেষ্টদা'। 

আজ বীরভূমের  খয়রাশোলের বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সেখানেই ফের বেলাগাম, বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। বুথভিত্তিক কর্মী সম্মেলনে খয়রাশোলের নাকড়াকোন্দা পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদিকে ভোট কম পাওয়ার কথা জিজ্ঞেস করেন অনুব্রত মণ্ডল। একইসঙ্গে কারা ভোট দেয়নি, তাও জানতে চান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। 

সেই প্রশ্নের জবাবে বুথ সভাপতি মুখার্জি পাড়ার কথা জানান। সঙ্গে সঙ্গেই সেই পাড়ায় কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। আরও বলেন, "দেখি বিজেপি কাজ করে দেয় কিনা। উন্নয়ন করে দেয় কিনা। দিল্লি থেকে কাজ করে দেয় কিনা!" অনুব্রত মণ্ডলের এই নির্দেশ সামনে আসার পরই নতুন করে উসকে উঠেছে বিতর্ক।

আরও পড়ুন, 'কতজন মারা গিয়েছে, কতজনের চাকরি গিয়েছে, জানে না, এই অমানবিক সরকারের শেষ কবে?'

.