অনুব্রতর ঘরে শুভেন্দুর নামে পোস্টার, উসকে দিল নতুন জল্পনা

"তৃণমূল এখন সব কিছুতেই বিজেপির ভুত দেখছে"

Updated By: Nov 3, 2020, 02:18 PM IST
অনুব্রতর ঘরে শুভেন্দুর নামে পোস্টার, উসকে দিল নতুন জল্পনা

নিজস্ব প্রতিবেদন: “ ধরি মাছ না ছুঁই পানি ” রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান রাজ্য রাজনীতিতে এটাই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থান। বর্তমানে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে কোনরকম দলীয় পতাকা ছাড়াই দেখতে পাওয়া যাচ্ছে । সেইসঙ্গে দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য  রাজ্য রাজনীতি চর্চায় এনেছে অন্য জল্পনা।  শুভেন্দুর দলবদলের জল্পনা রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে আলোচ্য বিষয়। কিন্তু দুঁদে রাজনীতিবিদদের মত জল্পনাকে স্থায়ী হতে দিচ্ছেন না রাজ্যের পরিবহন মন্ত্রী। গত সোমবার শুভেন্দু অধিকারী একটি প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত হয়ে জল্পনায় ঘি ঢেলে দেন। আবার বিভিন্ন সভায় দলের বিরুদ্ধে ক্ষোভ, অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি নেতাদের নানান মন্তব্য, এই দোলাচলে কিছুটা বিভ্রান্ত সবাই। এই অবস্থা সেই জল্পনা আরও উসকে দিল অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। যা নিয়ে  শোরগোল শুরু বীরভূমের রাজনীতি। এই মুহূর্তেই দুই মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার ' আমরা দাদার অনুগামী।' দেখা গেছে। এবার  এই পোস্টটা এবার বীরভূমের সিউড়িতে।

সোমবার সন্ধ্যা থেকে সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গিয়েছে 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমরা দাদার অনুগামী' পোস্টার। আর সিউড়ি শহরে এমন পোস্টার রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ। শুভেন্দুর নামে এই পোস্টার সিউড়িতে কে বা কারা সাটালো তা সম্পর্কে কিছু জানা যায়নি। সোমবার হঠাৎ সন্ধ্যা থেকে এই পোস্টার লক্ষ্য করা যায়। আর তারপর থেকেই শহর জুড়ে শুরু হয় জল্পনা। যদিও এবিষয়ে সিউড়ি শহর তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে,  "এই সবকিছু উটকো লোকের কাজ।  বিতর্ক উসকে দেওয়ার জন্য সমস্ত কাজটাই বিরোধীদের । শুভেন্দু অধিকারী তৃণমূলেরই একটি অংশ। তিনি রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি তো কখনও মুখ ফুটে কিছু বলেননি। তাদের কাজে পুরো বিষয়টি বীরভূম জেলা সভাপতি দেখছেন।"

অন্যদিকে,  বিজেপির জেলা সভাপতি শ্যামপ্রসাদ মন্ডল এর দাবী ,  “তৃণমূলের অন্দরে  ফাঁটল। তাদের দলে শুভেন্দুর অনুগামীরাই এই কাজ করছে৷  তৃণমূল এখন সব কিছুতেই বিজেপির ভুত দেখছে।  আর কিছুদিন পর এমনিই তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে যাবে৷” সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে শুভেন্দুর গতিবিধি এখন সবচেযে বেশি আলোচ্য বিষয়।

.