তিরন্দাজির প্র্যাকটিসে ভয়ঙ্কর দুর্ঘটনা, তিরে এফোঁড় ওফোঁড় তিরন্দাজের গলা

Updated By: Oct 30, 2017, 04:46 PM IST
তিরন্দাজির প্র্যাকটিসে ভয়ঙ্কর দুর্ঘটনা, তিরে এফোঁড় ওফোঁড় তিরন্দাজের গলা

নিজস্ব প্রতিবেদন: তিরন্দাজি প্র্যাকটিসের সময়ে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। এক তিরন্দাজের ছোঁড়া তির এফোঁড় ওফোঁড় করে দিল অন্য তিরন্দাজের গলা। ঘাতক তিরটি শুধুমাত্র গলার চামড়া ভেদ করে ‌যাওয়ায় বরাতজোরে বাঁচলেন কিশোরী তিরন্দাজ।

সোমবার রোলপুর ক্রীড়া কেন্দ্রে প্র্যাকটিস করছিল তিন তিরন্দাজ। আরচারি বোর্ড লক্ষ্য করে একের পর এক তির ছুঁড়ছিল জিয়াউল শেখ। এর মধ্যে হঠাতই সামনে চলে আসে ফজিলা খাতুন নামের অন্য এক তিরন্দাজ। মুহূর্তের মধ্যে একটি তির তার গলার চামড়া ভেদ করে অন্য দিকে বেরিয়ে ‌যায়। সঙ্গে সঙ্গে ফজিলাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার করে তিরটি বের করা হয়।

প্র্যাকটিসে ঘটে ‌যাওয়া ওই দুর্ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে বীরভূম জেলা ক্রীড়া বোর্ড। এর থেকে তারা শিক্ষা নিয়েছেন বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। তবে এরকম এক প্র্যাকটিস সেশনের মধ্যে কোর্টের মধ্যে কীভাবে মেয়েটি চলে এল তা নিয়ে খোঁজ খবর করা হচ্ছে। এদিকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহত ফজিলার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

আরও পড়ুন-ক্রিকেটারদের প্রাপ্য টাকাই দিচ্ছে না বিসিসিআই!

.