Covid 19: মহামারী থেকে বাঁচাতে বাড়ি বাড়ি টিকার প্রচার, পথেই মর্মান্তিক পরিণতি আশা কর্মীর

কাঁকসার পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর একটি লরি ধাক্কা মারে তাঁকে। 

Updated By: Dec 4, 2021, 05:41 PM IST
Covid 19: মহামারী থেকে বাঁচাতে বাড়ি বাড়ি টিকার প্রচার, পথেই মর্মান্তিক পরিণতি আশা কর্মীর

নিজস্ব প্রতিবেদন: পেশা পরিচয়ে তিনি একজন আশা কর্মী। করোনা মহামারীর হাত থেকে মানুষজনকে বাঁচাতে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টিকা নেওয়ার বিষয়ে সচেতন করছিলেন তিনি। সেইসময়ই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই আশা কর্মী।

মৃতার নাম বন্দনা ঠাকুর। বয়স ৪২ বছর। পিয়ারিগঞ্জের বাসিন্দা ছিলেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। জানা গিয়েছে, আজ সকালে করোনার ভ্যাকসিনের প্রচারে বেরিয়েছিলেন বন্দনা দেবী। সেইসময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। কাঁকসার পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর একটি লরি ধাক্কা মারে তাঁকে। 

রাস্তা পারাপার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে বন্দনা দেবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বন্দনাদেবীকে। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

আরও পড়ুন, Cyclone Jawad: বাংলায় ঘূর্ণিঝড় নয়, জাওয়াদের দাপটে কবে কোথায় কতটা বৃষ্টি হবে? জেনে নিন

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.