উলুবেড়িয়ায় টহল দিতে বেরিয়ে লরির ধাক্কায় মৃত এএসআই

দীপঙ্কর সাহা  বারাকপুরের বাসিন্দা। সাত মাস আগেই উলুবেড়িয়ার রাজাপুর থানায় এএসআই পদে যোগ দেন।

Updated By: Dec 19, 2018, 11:38 AM IST
উলুবেড়িয়ায় টহল দিতে বেরিয়ে  লরির ধাক্কায়  মৃত এএসআই

নিজস্ব প্রতিবেদন:  বালি বোঝাই লরির ধাক্কায় এএসআই-এর মৃত্যু।  মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার খলিশানির কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। মৃত  এএসআইয়ের এর নাম দীপঙ্কর সাহা।

আরও পড়ুন: টিকিয়াপাড়ায় চামড়ার কাজের আ়ডালে চলত অস্ত্র তৈরি, টেরই পাননি প্রতিবেশীরা

পুলিস সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর সাহা  বারাকপুরের বাসিন্দা। সাত মাস আগেই উলুবেড়িয়ার রাজাপুর থানায় এএসআই পদে যোগ দেন। বালি পাচার রুখতে রাতে টহল দিতে বেরিয়েছিলেন তিনি। ঘটনাটি  অনেক রাতে ঘটলেও মনে করা হচ্ছে, কোনও বালিবোঝাই লরি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন দীপঙ্কর সাহা। কিন্তু পুলিস দেহে চালক দ্রুত গতিতে লরি চালিয়ে চম্পট দেওয়া চেষ্টা করেছিলেন।  দীপঙ্কর সাহা  সামনে গিয়ে গাড়ি থামানোর চেষ্টা করলে লরির ধাক্কায় গুরুতর চোট পান তিনি।

রথযাত্রা নিয়ে লালবাজারে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও বুধবার জমা দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিত্সকদের দাবি, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে দীপঙ্কর সাহা।  বালি বোঝাই গাড়ি আটক করলেও পলাতক চালক ও খালাসি। 

.