Covid-19: পুরুলিয়া মেডিক্যালে করোনা আক্রান্ত ৫৮ ডাক্তারি পড়ুয়া
মাসের শুরুতেই পুরুলিয়ায় করোনা আক্রান্ত হন জেলার ৩ হাসপাতালের কর্তা
অনুপ মুখোপাধ্য়ায়: গত ২ জুলাই করোনা পজিটিভ হয়েছিলেন পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল। এবার করোনা আক্রান্ত হলেন কলেজের বহু পড়ুয়া।
পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, কলেজের ৫৮ পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। এতজন পড়ুয়াকে আইসোলেশনে রাখা সম্ভব নয় বলে জানিয়ে কর্তৃপক্ষ।
এরকম পরিস্থিতিতে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের হোস্টেল খালি করে দিতে বলা হয়েছে। সামনেই তাদের পরীক্ষা। ফলে তারা পড়েছেন প্রবল বিপাকে। ওইসব পড়ুয়াদের পরীক্ষা বা ক্লাস অনলাইনে হবে বলে জানা যাচ্ছে। তবে আক্রান্তদের অবস্থা উদ্বেগজনক নয়। করোনা মোকাবিলায় হাসপাতালে ৬২ বেডের একটি ওয়ার্ড তৈরি রয়েছে। সেখানে এখনও কোনও রোগী ভর্তি হয়নি।
উল্লেখ্য, মাসের শুরুতেই পুরুলিয়ায় করোনা আক্রান্ত হন জেলার ৩ হাসপাতালের কর্তা। পাশাপাশি করোনা পজিটিভ হন জেলার অতিরিক্ত জেলা শাসকও। করোনা পজিটিভ হন পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার। এর পাশাপাশি করোনা আক্রান্ত হন পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসকও।
আরও পড়ুন-একটা মনিটরেই গোটা শহর! কলকাতা পুরসভায় এবার ডিজিটাল কন্ট্রোলরুম