Alipuduar: তৃণমূল সাংসদের বাড়িতে হামলা দুষ্কৃতীদের! গ্রেফতার ৬

আলিপুরদুয়ারের তৃণমূলের রাজ্য সভাপতি প্রকাশ চিক বরাইক। এখন তিনি রাজ্যসভার সাংসদও। চলতি বছরের ২৪ জুলাই রাজ্যসভায় বাংলার ৭ আসনে ভোট হয়। কার্শিয়াংয়ের শান্তা ছেত্রীর বদলে চা-বাগানের শ্রমিক নেতা প্রকাশকে প্রার্থী করে রাজ্যের শাসকদল।

Updated By: Nov 2, 2023, 06:37 PM IST
Alipuduar: তৃণমূল সাংসদের বাড়িতে হামলা দুষ্কৃতীদের! গ্রেফতার ৬

তপন দেব: রাতের অন্ধকারে এবার তৃণমূল সাংসদের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা! গ্রেফতার ৬। ধৃতদের চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। শোরগোল আলিপুরদুয়ারে।

আরও পড়ুন: Anupam Hazra: চেয়ারে থাকতে কর্মীদের মিছিল করতে চাপ; বিশ্বভারতীর 'বিদ্যুৎ'-এ বিস্ফোরক চিঠি বিজেপি সাংসদের

আলিপুরদুয়ারের তৃণমূলের রাজ্য সভাপতি প্রকাশ চিক বরাইক। এখন তিনি রাজ্যসভার সাংসদও। চলতি বছরের ২৪ জুলাই রাজ্যসভায় বাংলার ৭ আসনে ভোট হয়। কার্শিয়াংয়ের শান্তা ছেত্রীর বদলে চা-বাগানের শ্রমিক নেতা প্রকাশকে প্রার্থী করে রাজ্যের শাসকদল।

আরও পড়ুন: Sex Rackat: খোদ কাউন্সিলরের আবাসনেই মধুচক্র! আটক ৩

আলিপুরদুয়ার শহরের ৪ নম্বর ওয়ার্ডে একটি ফ্ল্য়াটে থাকেন প্রকাশ চিক বরাইক। ঘড়িতে তখন সাড়ে এগারোটা। সাংসদের দাবি, গাড়িতে করে এসে তাঁর ফ্ল্যাটে হামলা চালান ৬ দুষ্কৃতী। সঙ্গে আশ্রব্য গালিগালাজও! খবর  দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। ৬ জনকেই গ্রেফতার করে পুলিস। কী কারণে এই হামলা? স্পষ্ট নয় এখনও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.