হাওড়ার পর বীরভূম, লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিস

লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিস। চলে ব্যাপক ইটবৃষ্টি। আহত হয়েছেন ২ পুলিসকর্মী। ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।

Updated By: May 3, 2020, 04:44 PM IST
হাওড়ার পর বীরভূম, লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিস

নিজস্ব প্রতিবেদন: হাওড়ার পর এবার বীরভূম। লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিস। চলে ব্যাপক ইটবৃষ্টি। আহত হয়েছেন ২ পুলিসকর্মী। ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।
শনিবার সন্ধ্যায় পুলিসের কাছে খবর আসে, সিউড়িতে অনেকেই লকডাউন উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করছেন। খবর পেয়ে পুলিস বাইক নিয়ে এলাকায় টহল দিতে বেরোয়। কয়েকজনকে রাস্তায় দেখে পুলিস তাড়া দেয়। এরপরই শুরু হয় পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের আঘাতে মাথা ফেটে যায় দুই পুলিসকর্মীর। পুলিসের একটি গাড়ি ও বাইকে ভাঙচুর চালান উন্মত্ত কয়েকজন যুবক।

লকডাউনের আগে লুকিয়ে দেওরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বৌদি, আর ফিরতে পারেননি! মর্মান্তিক পরিণতি
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এলাকা থেকে তিন জনকে আটক করা হচ্ছে।
কিন্তু প্রশ্ন উঠছে, মানুষ এখনও কেন সচেতন হচ্ছেন না? কেন লকডাউনের স্বার্থকতা বুঝতে পারছেন না তাঁরা?  করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিত্সকদের পর পুলিসকর্মীরাই একেবারে ময়দানে নেমে লড়ছেন, সেক্ষেত্রে তাঁদের আক্রান্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলছেন নেটিজেনরা

.