Molestation News: ECG সেন্টারে শ্লীলতাহানি! 'চক্রান্ত করে ফাঁসানোর' অভিযোগ অভিযুক্তের

Bankura News: ই.সি.জি রুমের ভিতর ঢুকিয়ে টেস্ট করার নামে ওই সেন্টারের মালিক ১৫-২০ মিনিট ধরে আপত্তিকর ও অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ। এরপরই তার শ্লীলতাহানি করা হয়েছে বলে দাবি করেন নির্যাতিতা মহিলা। 

Updated By: Feb 8, 2024, 02:26 PM IST
Molestation News: ECG সেন্টারে শ্লীলতাহানি! 'চক্রান্ত করে ফাঁসানোর' অভিযোগ অভিযুক্তের
নিজস্ব ছবি

মৃত্যুঞ্জয় দাস: এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্যাথলজিক্যাল সেন্টারের বিরুদ্ধে। ৪৭ বছর বয়সি এক মহিলাকে 'শ্লীলতাহানি'র অভিযোগ উঠল এক ই.সি.জি সেন্টারের মালিকের বিরুদ্ধে। বাঁকুড়ার তালডাংরায় 'নিগৃহিতা' মহিলা পুলিসে অভিযোগ জানানোর পর থেকে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তির দাবি, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাকে। 

আরও পড়ুন, Kolaghat Accident: হেডফোন খুঁজতে লাইনে নেমেছিল দুজনে, গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক পরিণতি ২ স্কুল পড়ুয়ার

ওন্দা থানার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামের 'নিগৃহিতা' ওই মহিলা ও তার পরিবারের তরফে জানা গিয়েছে, শারীরিক সমস্যার কারণে এক চিকিৎসক তাদের ই.সি.জি করার পরামর্শ দেন। সেই মোতাবেক তারা তালডাংরা বাজারে 'মেসার্স নিউ মা কালী' নামে একটি খুচরো ওষুধের দোকানে যান। ওই দোকান মালিক মৃণাল কান্তি ভুঁই ওষুধ বিক্রির পাশাপাশি একটি ডায়োগনেষ্টিক সেন্টার চালান।

সেখানে ই.সি.জি রুমের ভিতর ঢুকিয়ে টেস্ট করার নামে ওই সেন্টারের মালিক ১৫-২০ মিনিট ধরে আপত্তিকর ও অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ। এরপরই তার শ্লীলতাহানি করা হয়েছে বলে দাবি করেন নির্যাতিতা মহিলা। এমনকী বাইরে বেরিয়ে স্বামীকে বিষয়টি জানানোর পাশাপাশি অভিযুক্তের বিযুদ্ধে তালডাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

নিগৃহীতার স্বামী বলেন, 'এই ঘটনার পর আমরা জানতে পারছি ওই ওষুধ দোকান-প্যাথলজিক্যাল সেন্টারের মালিকের বিরুদ্ধে অতিতে এ ধরণের আরও অনেক অভিযোগ আছে। সাহসে ভর করে তার স্ত্রী বিষয়টি প্রকাশ্যে এনেছেন।' অবিলম্বে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এমনটাই তারা চাইছেন বলে জানান। যদিও  'অভিযুক্ত' স্বামীর পাশেই দাঁড়িয়েছেন তার স্ত্রী। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 'চক্রান্ত করেই তার স্বামীকে ফাঁসানো হচ্ছে' বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন, Jalpaiguri: রেলের আন্ডারপাসে জল জমে সমস্যা, মুক্তি পেতে অভিনব সমাধান এই ব্যক্তির...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.