ওয়েব ডেস্ক: দুর্গতদের উদ্ধারে, টানটান অপারেশন। ঘাটালে জলবন্দিদের সরানোর কাজে আজ ফের নামছে বায়ুসেনা। প্রতাপগড়ে প্রায় ডুবতে বসা বাড়িগুলি থেকে বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা হবে। আটকে রয়েছে মহিলা, শিশুরাও। এয়ারলিফ্ট করার প্রশ্নে তাঁরা অনেকেই নিমরাজি। পড়ে যাওয়ার  আশঙ্কায় ভীত তাঁরা। এই অবস্থায় জলপথেই কোনওভাবে তাঁদের কাছে পৌছনো যায় কিনা, সেই পথ খোঁজার চেষ্টা চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফের তৃণমূলের দাদাগিরির অভিযোগ


তবে জলের প্রচণ্ড স্রোতের কারণে স্পিড বোট বাড়িগুলি পর্যন্ত পৌছতে না পারায় সমস্যা থেকে যাচ্ছে সেই এক তিমিরে। খাবার ও জল সঙ্কট সমস্যার খানিকটা সুরাহা করতে, কপ্টারে দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। তবে ভগ্নপ্রায় বাড়িগুলি থেকে তাঁদের বের না করা পর্যন্ত বিপদ পুরোপুরি কাটবে না। ফলে আশঙ্কার মেঘ সরছে না।


আরও পড়ুন  পুলিস পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগ গ্রেফতার আবগারি আধিকারিক