Bengal Weather Today: মঙ্গলবারের মধ্যে নামবে পারদ, শীতের আমেজ রাজ্যে

বঙ্গোপসাগরে বা আমাদের রাজ্যের সংলগ্ন উত্তর বঙ্গপ্রসাগরে কোনও সিস্টেম এই মুহূর্তে নেই। ঘূর্নাবর্ত রয়েছে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় এটি ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

Updated By: Nov 6, 2023, 09:07 AM IST
Bengal Weather Today: মঙ্গলবারের মধ্যে নামবে পারদ, শীতের আমেজ রাজ্যে

অয়ন ঘোষাল: মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরবে রাজ্যে। পুবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বেশি আসবে। বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে আর নামবে তাপমাত্রা। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আরও বেশ কিছুদিন।

সিস্টেম

বঙ্গোপসাগরে বা আমাদের রাজ্যের সংলগ্ন উত্তর বঙ্গপ্রসাগরে কোনও সিস্টেম এই মুহূর্তে নেই। ঘূর্নাবর্ত রয়েছে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় এটি ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

আরও পড়ুন: Birbhum Accident: জাতীয় সড়কে সরকারি বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

দক্ষিণবঙ্গ

কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে আগামী তিন দিনের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।

উত্তরবঙ্গ

দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস হবে এবং জলীয়বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন: West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে? শীত কি তাহলে পড়বে না?

কলকাতা

পূবালী বাতাসের পরিবর্তে বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ। মূলত পরিষ্কার আকাশ।

তাপমাত্রার পরিসংখ্যান

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯২ শতাংশ।

ভিন রাজ্যে

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। মঙ্গল থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে।

কেরালা, মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন। তামিলনাডু, কড়াইকাল, পন্ডিচেরিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.