Bhabani Prasad Majumdar: প্রয়াত কবি ভবানীপ্রসাদ! একদা তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ...

Bhabani Prasad Majumdar Passed Away: প্রয়াত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা সাহিত্যের দরবারে।

Updated By: Feb 7, 2024, 06:39 PM IST
Bhabani Prasad Majumdar: প্রয়াত কবি ভবানীপ্রসাদ! একদা তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া।

আরও পড়ুন: Ram Lalla: আশ্চর্য! নদী থেকে উঠে এল একেবারে রামলালার মতো দেখতে বিষ্ণুমূর্তি, সঙ্গে প্রাচীন শিবলিঙ্গ...

১৯৫০ সালের ৯ এপ্রিল হাওড়ার শিবপুরের সানপুরে জন্ম ভবানীপ্রসাদ মজুমদারের। পড়াশোনার পাশাপাশি প্রথম থেকেই কবিতাচর্চা ও লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি। সানপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর লেখা বহু ছড়া ও গল্প পরবর্তীতে সুখ্যাতি লাভ করে। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও লিখতেন তিনি। তাঁর ছড়া ও কবিতা 'ছাগলের কান্ড', 'রঙ বদলের ব্যাপার স্যাপার', 'বাংলাটা ঠিক আসে না'-- ক্রমশ জনপ্রিয়তা লাভ করে।

বাংলার বিখ্যাত শিল্পীরা তাঁর ছড়া আবৃত্তি করেছেন। তাঁকে সুকুমার রায়ের উত্তরসূরি মনে করতেন অনেকেই। তাঁর হাতে 'সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার' তুলে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও পেয়েছিলেন 'উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার'। এছাড়াও বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

আরও পড়ুন: Sisir Bhaduri: 'পুরস্কার স্তাবক তৈরির চেষ্টা মাত্র'! আজই প্রত্যাখ্যান করেছিলেন 'পদ্মসম্মান'...

গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি ভবানীপ্রসাদ। গত পরশু হাসপাতালে ভর্তি হন তিনি। আজ, বুধবার ভোররাতে প্রয়াত হন ভবানীপ্রসাদ। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। পরিবারসূত্রে জানা গিয়েছে, মরণোত্তর দেহদান করে গিয়েছেন ভবানীপ্রসাদ। তাঁর প্রয়াণ সাহিত্যজগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে তারা মনে করেন, কবি চলে গেলেও তাঁর সৃষ্টি অমর হয়ে থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.