Bhangar: বাঁচতে পুকুরে ঝাঁপ, বিদ্যুতের খুঁটির আড়ালে লুকনোর চেষ্টা শিশুর! ভাঙড়ে ভোট সন্ত্রস্ত শৈশব

Lok Sabha election 2024: ভাঙড়ে ভোট সংঘর্ষের মধ্যে শিশু-কিশোররাও। পুলিসের লাঠিচার্জ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ। বিদ্যুতের খুঁটির আড়ালে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা শিশুর। 

Updated By: Jun 1, 2024, 02:46 PM IST
Bhangar: বাঁচতে পুকুরে ঝাঁপ, বিদ্যুতের খুঁটির আড়ালে লুকনোর চেষ্টা শিশুর! ভাঙড়ে ভোট সন্ত্রস্ত শৈশব
নিজস্ব ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েত ভোটের স্মৃতি উস্কে রণক্ষেত্র ভাঙড়। বহু জায়গায় বোমাবাজি, সংঘর্ষ। পুলিসের লাঠিচার্জ। পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ। রাস্তায় পড়ে তাজা বোমা। ঝরল রক্তও। তৃণমূল-আইএসএফ চাপানউতোর। সাঁতুলিয়ায় রাতভর উত্তেজনা, সংঘর্ষ, বোমাবাজি। সকালে উদ্ধার বেশ কিছু তাজা বোমা। আহত উভয় পক্ষের একাধিক। ভাঙড়ের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Dilip Ghosh: 'তিহাড়ে ব্যবস্থা খুব ভালো, ভোট হয়ে গেলেই আবার যেতে হবে ভিতরে'! কেজরিওয়ালকে নিয়ে দিলীপ...

ভাঙড়ে ভোট সংঘর্ষের মধ্যে শিশু-কিশোররাও। পুলিসের লাঠিচার্জ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ। বিদ্যুতের খুঁটির আড়ালে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা শিশুর। ভোটের আগেই তপ্ত ভাঙড়। রানিগাছিতে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। আইএসএফ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রার্থী নুর আলম খান ঘটনাস্থলে গেলে তাঁর গাড়িতেও ভাঙচুর। রাতভর বিভিন্ন জায়গায় বোমাবাজি। 

ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধ। ঘটনায় দুপক্ষের আহত বেশ কয়েজন। মাথা ফেটেছে একাধিক জনের। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিস পৌঁছালে পুলিসকে ধরেও বিক্ষোভ দেখান আইএসএফ সমর্থকরা। ঘটনাস্থলে জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা। ভোটের শুরুতে বুথ এজেন্ট বসানো নিয়ে বচসা। তারপর  ঝামেলা ও মারধর । ঘটনায় তৃণমূল কংগ্রেসের আহত ৭। যারা নলমুড়ি হসপিটালে চিকিৎসাধীন। অপরদিকে আইএসএফ নেতা রাহুল মোল্লা সহ বেশ কয়েকজন আহত। 

তৃণমূলের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে জানালেন, মূল নজর থাকবে ভাঙড়ের দিকে। আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে ওরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অভিযোগ সায়নীর। শনিবার সকালেই ভাঙড়ের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ‘অ‍্যাকশনন টেকেন রিপোর্ট’ চায় কমিশন। ভোট গ্রহণে ও ভোটারদের ভোট দিতে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। 

আরও পড়ুন, Saayoni Ghosh | Jadavpur Lok Sabha Election 2024: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধ! 'ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট', কটাক্ষ সায়নীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.