Malda: ইটভাটার চৌবাচ্চায় তলিয়ে গেল ২ শিশু, বিহার থেকে কাজে এসে সন্তানহারা শ্রমিক দম্পতি
জল থেকে উদ্ধার করে শিশু দুটিকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে
নিজস্ব প্রতিবেদন: রুটির টানে মালদহে এসে দুই সন্তানকে হারালেন বিহারের শ্রমিক দম্পতি।
বিহারের ভাগলপুর থেকে জীবিকার টানে পুরতন মালদহের(Malda) এক ইটভাটায় কাজে এসেছিলেন করণ তাঁতি ও কিরণ দেবী। নলডুবি এলাকায় এক ইটভাটায় কাজ নেন তাঁরা। তাঁদের সঙ্গে এসেছিলেন তাদের দুই সন্তানও।
অন্যান্য দিনের মতো শনিবারও কাজে ব্যাস্ত ছিলেন করণ ও কিরণ। এর মধ্য়েই কখন তাদের ২ সন্তান চোখের আড়াল হয়ে গিয়েছে বুঝতেই পারেননি। খেয়াল হতেই খোঁজ খবর শুরু হয়ে য়ায়। পরে ওই ২ শিশুর মৃতদেহ উদ্ধার হয় ইটাভাটার এক চৌবাচ্চা থেকে। খেলতে গিয়ে জল জমে থাকা ওই চৌবাচ্চায় পড়ে যায় ঋত্মিক তাঁতি(৬) ও রোশন তাঁতি(৫) নামে ওই দুই শিশু।
আরও পড়ুন-দিনের পর দিন কটূক্তি, প্রতিবাদ করতেই বেধড়ক মারধর বিশেষভাবে সক্ষম কিশোরকে
জল থেকে উদ্ধার করে শিশু দুটিকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Malda Medical College)। সেখানে চিকিত্সকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।