Body Donation: বিবাহ বার্ষিকীতে দেহদানের অঙ্গীকার, নজির গড়লেন বীরভূমের দম্পতি
১৮ তম বিবাহ বার্ষিকী দম্পতি পালন করলেন এক ব্যতিক্রমী ভাবনায়।
নিজস্ব প্রতিবেদন : বিবাহ বার্ষিকীর (Marriage Anniversary) আনন্দ অনুষ্ঠানেই মরণোত্তর দেহদানের (Body Donation) অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন স্বামী-স্ত্রী। নজির গড়লেন বীরভূমের (Birbhum) দম্পতি।
বীরভূমের দুবরাজপুর (Dubrajpur) পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বরূপ আচার্য্য (৪৮) পেশায় একজন বিশিষ্ট আইনজীবী। সহধর্মিণী সুমনা চক্রবর্তী (৩৮) একজন শিক্ষিকা। তিনি সমাজকর্মীও বটে। আজ তাঁদের ১৮তম বিবাহ বার্ষিকী (Marriage Anniversary)। নিজেদের বিবাহ বার্ষিকী দম্পতি পালন করলেন এক ব্যতিক্রমী ভাবনায়। মানব সেবার ব্রতকে মনে রেখে মরণোত্তর দেহদানের (Body Donation) অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন স্বামী-স্ত্রী।
বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে উভয়ের সম্মতিক্রমে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বীরভূম (Birbhum) ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল দুজনকে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করান। প্রসঙ্গত, এই সংস্থাটি জেলার সিউড়ি, রামপুরহাট,বোলপুর- তিনটি সাব ডিভিশনেরই দায়িত্বে রয়েছে। এদিন স্বরূপ ও সুমনা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে জেলায় যে নজির গড়লেন, তার প্রশংসা পঞ্চমুখ হয়েছেন সকলেই।
আরও পড়ুন, Islampur: 'বড়লোক ভিখারি'র কুঁড়েঘরে মিলল ট্রাঙ্ক ট্রাঙ্ক 'গচ্ছিত' টাকা!
Newtown: খাটের উপর দুপাশে পড়ে ছেলে ও মেয়ের মৃতদেহ, মাঝখানে থাকত মা!