Tulu Mandal Arrested: গোরুপাচার মামলায় নাম জড়িয়েছিল, কেষ্টঘনিষ্ট টুলুকে গ্রেফতার করল রাজ্য পুলিস
গত ৩ অগাস্ট টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি ও সিবিআই। জানা যাচ্ছে, বীরভূমের সিউড়িতে মোট ৩টি বাড়ি টুলু মণ্ডলের। মহম্মদবাজারে টুলু মণ্ডলের পেট্রোল পাম্প। শোতসল পাথর খাদান এলাকায় অফিস। সব জায়গাতেই এদিন হানা দেন ইডি আধিকারিকরা
প্রসেনজিত্ মালাকার: বীরভূমের বগটুইয়ে উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় উঠে এসেছিল পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। অনুব্রত-ঘনিষ্ঠ সেই টুলুকে একটি খুনের ঘটনায় গ্রেফতার করল মহম্মদবাজার থানার পুলিস। গোরুপাচার মামলাতেও সিআইআইয়ের নজরে ছিল টুলু। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি-ও। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হলে তাকে ৪ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন-মেলবোর্নে জ্বলল সূর্য-মশাল! মারকাটারি ইনিংসে রেকর্ডবুকে 'মিস্টার ৩৬০'
পুলিস সূত্রে খবর, মহম্মদবাজারের চরিচায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। মারধরে মৃত্যু হয় একজনের। সেই মামলাতেই টুলু মণ্ডলকে মহম্মদবাজার থানার পুলিস গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে ৬টি ধারায় অভিযোগ আনা হয়েছে। গোরুপাচার মামলায় ইডি ও সিবিআই যৌথভাবে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ইডি সূত্রে খবর টুলুকে দিল্লিতে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার পরেও রাজ্য পুলিসের এই তত্পরতায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
কে এই টুলু মণ্ডল? একদিকে এই টুলু মণ্ডল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী। অন্যদিকে, মহম্মদবাজার এলাকায় যে পাথর খাদানের ব্যবসা চলে তার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত টুলু। গত ৩ অগাস্ট টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি ও সিবিআই। জানা যাচ্ছে, বীরভূমের সিউড়িতে মোট ৩টি বাড়ি টুলু মণ্ডলের। মহম্মদবাজারে টুলু মণ্ডলের পেট্রোল পাম্প। শোতসল পাথর খাদান এলাকায় অফিস। সব জায়গাতেই এদিন হানা দেন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকরা বাড়ির এক পরিচারিকাকেও সাথে নেন। তালাবন্ধ ছিল টুলু মণ্ডলের বাড়ি। তালা ভেঙে সেই বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তল্লাশিতে টুলু মণ্ডলের সুভাষপল্লির বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি, ইডি আধিকারিকরা সিল করে দেন টুলু মণ্ডলের পেট্রোল পাম্পটিও।